খেলনাবাড়ির মতো মিঠিঝোরাতেও মৃত্যু হবে আরাত্রিকার? ভিডিয়ো ভাইরাল হতেই চটে লাল দর্শকরা, ব্যাপারটা কী?

খেলনা বাড়ি ধারাবাহিকে দেখানো হয়েছিল যে আরাত্রিকার চরিত্রের মৃত্যু ঘটেছে। এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি হবে মিঠিঝোরা ধারাবাহিকে? ভাইরাল ভিডিয়ো দেখে কী প্রতিক্রিয়া নেটপাড়ার?

আরও পড়ুন: প্রতিবাদ মিছিলে গিয়ে হেসে হেসে সেলফি! কটাক্ষের মুখে পড়েই স্বস্তিকার সটান উত্তর, 'আমি রেপ করিনি, খুনও নয়...'

আরও পড়ুন: বিতর্ক উসকাতেই ছাড়পত্র দিতে দেরি সেন্সর বোর্ডের, সাহায্য চেয়ে হাইকোর্টের দ্বারস্থ এমারজেন্সির সহ - প্রযোজক

কী বলছেন নেটিজেনরা?

এদিন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মিঠিঝোরা ধারাবাহিকের রাই হাসপাতালে ভর্তি। তার জ্ঞান নেই। চিকিৎসকরা তার মাথার কাছে দাঁড়িয়ে। এরপরই দেখা যাচ্ছে রাইকে খাটে করে ফুলে মালায় সাজিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছে। এই ভিডিয়ো নিয়েই হইচই শুরু হয়েছে। কিন্তু যতই এডিট করে ভিডিয়ো পোস্ট করা হোক দর্শকরা সত্যটা ধরে ফেলেছেন। এটা আসলে মিঠিঝোরার একটি দৃশ্যের সঙ্গে খেলনা বাড়ির দৃশ্যকে জুড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মধ্যরাতে রাজপথে আজাদি স্লোগান দীপ্সিতার, বাম যুবনেত্রীর সঙ্গে গলা মেলালো পথ শিশুরা! নিমেষে ভাইরাল হল ভিডিয়ো

কী বলছেন নেটিজেনরা?

এক ব্যক্তি লেখেন, 'ভুলভাল জিনিস শেয়ার করছেন কেন? এটা মোটেই মিঠিঝোরার নয়। খেলনা বাড়ির সিন এটা। মিতুল মায়ের সিন।' আরেকজন লেখেন, 'দর্শকদের কী পাগল ভেবেছেন যে যা দেখাবেন তাই মেনে নেবে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'খেলনা বাড়ির মতোই এখানেও দেখাবে? তাহলে মেনে নিতে পারব না। দেখব না আর তবে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'এটা কি কেউ কল্পনা করছে?'

মিঠিঝোরা ধারাবাহিক প্রসঙ্গে

মিঠিঝোরা ধারাবাহিকটি জি বাংলার পর্দায় রাত ১০টা থেকে দেখা যাচ্ছে। এখানে তিন বোনের গল্প উঠে এসেছে। বাবার মৃত্যুর পর বড় বোন সংসারের জন্য লাগাতার স্যাক্রিফাইস করার পর অবশেষে এখন একটু ভালো থাকতে চলেছে এই ধারাবাহিকে। এখানে রাইয়ের চরিত্রে দেখা যাচ্ছে আরাত্রিকা মাইতিকে, দেবাদৃতা বসু আছেন নীলুর চরিত্রে, শৌর্য হিসেবে দেখা হচ্ছে সপ্তর্ষি রায়কে। সুমন দে আছেন অনির্বাণ সেন হিসেবে।

আরও পড়ুন: কাঞ্চনের মন্তব্যের পরই রাজ্য সরকারের পুরস্কার ফেরানোর আবেদন সুদীপ্তার, কেঁদে বললেন, 'খুব অস্থির লাগছিল'

আরও পড়ুন: 'অ্যাই, বসো বলছি!' গিটার বিতর্কের মাঝে ফের ভাইরাল সায়ন্তিকার পুরনো ভিডিয়ো, গান গাইতে গাইতেই দর্শকদের ধমক অভিনেত্রীর!

2024-09-04T04:52:29Z dg43tfdfdgfd