BALLON D'OR 2024: ২১ বছরে প্রথমবার, ব্যালন ডি'অর-এর লড়াইয়ে নেই মেসি-রোনাল্ডো

লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) নেই ব্যালন ডি'অর-এর (Ballon d'or 2024) লড়াইয়ে! ২০০৩ সাল থেকে যে দ্বৈরথ দেখে আসছেন বিশ্ব ফুটবলের ভক্তরা, সেই দৃশ্য সম্ভবত আর দেখা যাবে না। গত বারেও মেসির হাতে উঠেছিল এই বর্ষসেরা ফুটবলারের ট্রফি। সেটা ছিল তাঁর অষ্টম ব্যালন ডি'অর। তবে এবার ৩০ জন ফুটবলারের তালিকায় জায়গাই হল না মেসির। 

কেন বাদ পড়লেন দুই তারকা?

অন্যদিকে, ২০১৭ সালে শেষবার ব্যালন ডি'অর জিতেছেন পর্তুগাল সুপারস্টার ফুটবলার। ২০০৮ থেকে প্রতিবারই এই খেতাব জেতার তালিকায় রয়েছেন রোনাল্ডো। তবে সেই ধারবাহিকতায় ছেদ পড়ে ২০২৩ সালে। আর এবারও তিনি নেই। তবে শুধু তিনি নন মেসিও বাদ পড়ায়, অবাক অনেকেই। ২ দশকেরও বেশি সময় পরে মেসি-রোনাল্ডোকে ছাড়াই বিশ্ব ফুটবলের সেরা পুরস্কার প্রদান অনুষ্ঠান হতে চলেছে।

 

২০২১ থেকেই দারুণ ছন্দে মেসি

গত কিছু বছরে দারুণ ছন্দে মেসি ও তাঁর জাতীয় দল আর্জেন্টিনা (Argentina)। ২০২১ সালে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার পরে ২০২২ সালেই বিশ্বকাপ জেতেন তিনি। এখানেই শেষ নয়, এরপর ২০২৪ সালেও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় তাঁর দল। তবে শুধু মেসি কেন রোনাল্ডোও ভাল ছন্দে রয়েছেন লিগ ফুটবলে। গত মরসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫৪ গোল করেছেন। তাও তাঁকে বাদ পড়তে হয়েছে এই তালিকা থেকে। 

 

মেসি ও রোনাল্ডো কতবার ব্যালন ডি'অর জিতেছেন?

মেসি এখনও অবধি ৮ বার জিতেছেন সেরা ফুটবলারের এই ট্রফি। আর তাঁর প্রতিদ্বন্দ্বী রোনাল্ডো জিতেছেন ৫ বার। দুই কিংবদন্তির লড়াইয়ে বারবার উঠে এসেছে ব্যালন ডি'অর প্রসঙ্গ। মেসি ফ্যানরা কটাক্ষ করেছেন রোনাল্ডো ফ্যানদের। অন্যদিকে সিআর সেভেন ফ্যানরাও তুলে ধরেছেন বিভিন্ন যুক্তি। পড়ার মোড়ে চায়ের আড্ডায় দুই তারকাকে নিয়ে তর্কে মেতেছে বাঙালিও। সেই যুগ কি তবে এবার অতীত? 

কারা রয়েছেন এবারের লড়াইয়ে?

এবার ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে, জার্মান মিডফিল্ডার টনি ক্রুস, ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র, নরওয়ের আর্লিং হ্যালান্ড। ফলে এবার ব্যালন ডি'অরের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। উঠে আসতে চলেছে নতুন কোনও তারকা। ফলে ফুটবল ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন তারকাকে স্বাগত জানাতে। এবারে         

2024-09-05T05:41:59Z dg43tfdfdgfd