RAVINDRA JADEJA: গোটা ইনিংসে ঝুলিতে একটি মাত্র উইকেট, তাতেই একাধিক রেকর্ড গড়লেন জাডেজা

কানপুর: একটি মাত্র উইকেট নিলেই রেকর্ডবুকে নাম তুললেন। কিন্তু সেই এক উইকেট নিতেই সময় নিয়ে নিলেন ১০টি ওভার। টেস্ট কেরিয়ারে নিজের ৩০০ তম উইকেট তুলে নিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। ৭৪ ম্য়াচ সময় নিলেন জাডেজা। কানপুরের গ্রিনপার্কে বাংলাদেশের প্রথম ইনিংসে খালেদ আহমেদের উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই ৩০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়েন তারকা অলরাউন্ডার। ভারতের প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে এই রেকর্ড গড়লেন জাডেজা। 

ভারতের সপ্তম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন জাডেজা। তাঁর আগে রয়েছেন অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, কপিল দেব, হরভজন সিংহ, ইশান্ত শর্মা ও জাহির খান। এদিনের এই উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গেই আরও একটি মাইলস্টোন স্পর্শ করেছেন জাডেজা। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টেস্টে তিনশো উইকেট ও তিন হাজারের বেশি রান ঝুলিতে পুড়েছেন বাঁহাতি। তাঁর আগে শুধু রয়েছেন কপিল দেব ও রবিচন্দ্রন অশ্বিন। বিশ্ব ক্রিকেটে অবশ্য অনেকেই এমন নজির গড়েছেন। ইয়ান বথাম, শেন ওয়ার্ন, ইমরান খান, স্টুয়ার্ট ব্রড, রিচার্ড হ্যাডলি, ড্যানিয়েল ভেট্টোরি, শন পোলক ও চামিন্ডা ভাস এই তালিকায় রয়েছেন। 

জাডেজা বিশ্বের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন। 

 

Jadeja is the second-fastest player to reach this milestone, achieving the double in just 74 matches, second only to Ian Botham, who accomplished it in 72 matches.

In 74 Tests, Ravindra Jadeja has amassed 3,122 runs, which includes four centuries and 21 half-centuries. On the bowling front, he has claimed 299 wickets in red-ball cricket, with 13 five-wicket hauls to his name. In ODIs, Jadeja has accumulated 2,756 runs and taken 300 wickets.

2024-09-30T08:46:31Z