BAN VS SA LIVE SCORE : বাংলাদেশের বিরুদ্ধে ৪ রানে জয় দক্ষিণ আফ্রিকার

আরও বেশি আপডেটসের জন্য রিফ্রেশ করতে থাকুন :

<১৯.৫ ওভারে ছয় মারতে গিয়ে ফিরে গেলেন মাহমুদউল্লাহও। ২৭ বলে ২০ রান করলেন তিনি।

<১৯.৩ ওভারে ফিরলেন জাকের আলি। ৯ বলে ৮ রান করলেন তিনি। কেশব মহারাজ তাঁর উইকেট শিকার করলেন।

<১৮.৪ ওভারে ১০০ রানে পৌঁছল বাংলাদেশ ক্রিকেট দল।

<১৭.১ ওভারে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। ফিরে গেলেন তৌহিদ হৃদয়। রাবাডা তাঁকে LBW করলেন। এই ম্যাচে হৃদয় ৩৪ বলে ৩৭ রান করেন। দুটো করে চার-ছক্কা হাঁকালেন তিনি।

<৯.৫ ওভারে ফিরলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৩ বলে ১৪ রান করলেন তিনি। নোর্খিয়ার বলে মার্করামের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান।

<১.৬ ওভারে বাংলাদেশের প্রথম উইকেটের পতন হল। ফিরে গেলেন তানজিদ হাসান। কাগিসো রাবাডার বলে উইকেটকিপার কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে তিনি ফিরে যান। ৯ বলে ৯ রান করলেন তানজিদ। এরমধ্যে জোড়া বাউন্ডারি রয়েছে।

<১৭.৩ ওভারে তাসকিন আহমেদের বলে ক্লিন বোল্ড হয়ে গেলেন হেনরিক ক্লাসেন। ৪৪ বলে ৪৬ রান করেন তিনি। দুটো বাউন্ডারি এবং তিনটে ছক্কা হাঁকিয়েছেন তিনি।

<১০.১ ওভারে মাহমুদউল্লাহর বলে প্রায় আউট হয়েই গিয়েছিলেন ডেভিড মিলার। কিন্তু, লিটন দাস ক্যাচ মিস করলেন।

<৪.২ ওভারে দক্ষিণ আফ্রিকার চতুর্থ উইকেটের পতন হল। ফিরলেন ত্রিস্তান স্টাবস। তানজিম হাসান সাকিবের বলে ক্যাচ নিলেন সাকিব আল হাসান। স্টাবস এই ম্যাচে ৫ বল খেললেও রানের খাতা খুলতে পারলেন না।

<২.৩ ওভারে বড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। ফিরলেন কুইন্টন ডি কক। ১১ বলে ১৮ রান করলেন তিনি। তবে সেই তানজিম হাসান সাকিবের বলে ক্লিন বোল্ড হয়়ে গেলেন।

<০.৬ ওভারে বাংলাদেশের প্রথম উইকেটের পতন। ফিরলেন রিজা হেনড্রিকস। তিনি তানজিম হাসান সাকিবের বলে LBW হলেন। ১ বলে কোনও রান তিনি করতে পারলেন না।

<বাংলাদেশের প্রথম একাদশ

তানজিদ হাসান, জাকের আলি, লিটন দাস (উইকেটকিপার), নাজমূল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

<দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ

কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, ত্রিস্তান স্টাবস, মার্কো জেনসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, অনরিক নোর্খিয়া, ওটনেইল বার্টম্যান।

<পিচ রিপোর্ট

রবিবার যে উইকেটে ভারত বনাম পাকিস্তান ম্যাচের আয়োজন করা হয়েছিল, সোমবার সেই একই পিচে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের আয়োজন করা হচ্ছে। ফলে আরও একটি লো স্কোরিং ম্যাচ দেখা যাবে, আশা করা যেতে পারে।

<টস আপডেট

টসে জিতল দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামের।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-06-10T14:27:09Z dg43tfdfdgfd