IND VS ZIM 3RD T20 PLAYING 11: দ্বিতীয় ম্যাচে ঝড় তোলা তারকাই বাদ টিম ইন্ডিয়ায়! তৃতীয় টি২০-তে কপাল পুড়ছে তিন তারকার

IND vs ZIM 3rd T20, India vs Zimbabwe Playing XI: হারারেতে দ্বিতীয় টি২০-তেই সমতা ফিরিয়েছিল শুভমান গিলের টিম ইন্ডিয়া। বুধবার সিরিজের তৃতীয় টি২০-তে ভারত নামছে জিম্বাবোয়ে সিরিজে এগিয়ে যাওয়ার জন্য।

প্ৰথম ম্যাচে ১৩ রানের অঘটনের হার সইতে হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে দ্বিতীয় ম্যাচেই সিকান্দার রাজার জিম্বাবোয়েকে ভারত উড়িয়ে দিয়েছে ১০০ রানের ব্যবধানে। ওপেনার অভিষেক শর্মা ঝড় তোলা সেঞ্চুরি করে যান। ভারত-ও স্কোরবোর্ডে ২৩৪ তোলে। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ ফরম্যাটে যা ভারতের সর্বোচ্চ। তবে দুর্ধর্ষ শতরান করা সত্ত্বেও অভিষেক শর্মাকে সম্ভবত ওপেনিংয়ের জায়গা ছাড়তে হবে। কারণ বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে থাকা ত্রিমুর্তি যশস্বী জয়সওয়াল, শিভম দুবে এবং সঞ্জু স্যামসন যোগ দিচ্ছেন টিম ইন্ডিয়া স্কোয়াডে।

স্যামসন, জয়সওয়াল, দুবের প্রত্যাবর্তন

টি২০ ওয়ার্ল্ড কাপ বেঞ্চে বসেই কাটাতে হয়েছিল সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়ালকে। মে মাসে শেষবার আইপিএলের মত প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে খেলা স্যামসন, জয়সওয়ালকে তৃতীয় টি২০-তে রাখা হতে পারে। রাজস্থান রয়্যালস সতীর্থ ধ্রুব জুরেলের জায়গায় উইকেট কিপার ব্যাটসম্যানের দায়িত্ব যেমন কেড়ে নিতে পারেন সঞ্জু স্যামসন, তেমন-ই জয়সওয়াল ওপেনিংয়ে নামতে পারেন শুভমান গিলের সঙ্গে। অভিষেককে নামানো হতে পারে ওয়ান ডাউনে। যে পজিশনে ব্যাটিং করে তিনি দ্রুত গতির জোড়া হাফসেঞ্চুরি হাঁকিয়েছিলেন। অপরাজিত ৭৭ করেও প্ৰথম একাদশে জায়গা হারাতে পারেন রুতুরাজ গায়কোয়াড।

আগের ম্যাচেই অভিষেক ঘটে সাই সুদর্শনের। তবে ব্যাট হাতে নামার সুযোগ হয়নি তাঁর। তাঁর জায়গায় অলরাউন্ডার-ব্যাটার হিসাবে জায়গা হতে পারে দলে প্রত্যাবর্তন করা শিভম দুবের।

ভারতের সম্ভাব্য প্ৰথম একাদশ:

যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, শিভম দুবে, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নোই, আবেশ খান, মুকেশ কুমার

জিম্বাবোয়ে প্ৰথম একাদশ:

ওয়েসলি মাধাওয়েরে, ইনোসেন্ট কাইয়া, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা, ডিওন মায়ার্স, জোনাথন ক্যাম্বেল, ক্লাইভ মাদানদে, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংগে, ব্লেসিং মুজরাবানি, টেন্ডাই চাতারা

2024-07-10T02:33:31Z