KAPIL DEV NET WORTH : রোহিতরা পেয়েছেন ১২৫ কোটি, ৮৩-র বিশ্বকাপ জিতে কত টাকা পেয়েছিলেন কপিল দেব?
![]()
১৯৮৩ সালে প্রথমবার বিশ্বকাপ জয় করেছিল টিম ইন্ডিয়া। সেইসময় ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ছিলেন কপিল দেব। এই জয়ের পর থেকেই ভারতে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়তে শুরু করে। তবে সেই সময় ভারতীয় ক্রিকেটারদের কাছে না ছিল কোনও আর্থিক সমৃদ্ধি আর না ছিল কোনও সুযোগ-সুবিধে। তবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কপিল দেব দেশের সবথেকে বিত্তবান মানুষদের মধ্যে একজন ছিলেন। আজও তিনি দেশের সবথেকে বিত্তবান ক্রিকেটারদের মধ্যে একজন হিসেবে নিজের নাম লিখিয়েছেন।
প্রায় ৩০ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে 'অলবিদা' জানিয়েছেন কপিল দেব। তবে আজও তিনি দেশের বিত্তবান ক্রিকেটারদের তালিকায় বেশ উপরের দিকেই রয়েছেন। ২০২৪ সালে একটি পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, কপিল দেবের মোট সম্পত্তির পরিমাণ ৩০ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ২০০ কোটি টাকারও বেশি। শোনা যায়, ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ের পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কপিল দেবকে ২৫ হাজার টাকা 'ইনাম' দিয়েছিল। সেই সময় এই ২৫ হাজার টাকার আনুামনিক মূল্য যে কত হতে পারে, সেটা আর আপনাদের আলাদা করে বলে দেওয়ার দরকার নেই।
দিল্লি এবং চণ্ডীগড়ে বিলাসহুল বাড়ি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর কপিল দেব বিলাসবহুল বাড়িতে থাকেন। দক্ষিণ দিল্লির সুন্দর নগর এলাকার অভিজাত অঞ্চলে তাঁর একটি বাড়ি রয়েছে। কপিল দেবের বাড়ির পাশেই রয়েছে দিল্লি গলফ ক্লাব। সেখানেই তিনি অধিকাংশ সময় কাটিয়ে থাকেন। এছাড়া জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশেও তাঁর একটি বাড়ি রয়েছে। দিল্লি ছাড়াও চণ্ডীগড়ে কপিল দেবের বাড়ি রয়েছে।
ক্রিকেট থেকে উপার্জন
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার পর ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও কাজ করেছেন তিনি। ২০১২ সাল পর্যন্ত তিনি আইপিএল টুর্নামেন্টের সঙ্গেও যুক্ত ছিলেন। বেশ কয়েকটি সম্প্রচারকারী সংস্থার হয়ে ধারাভাষ্যকারের কাজও করেন তিনি। সেকারণে তিনি যথেষ্ট টাকা উপার্জন করেছিলেন। পাশাপাশি বিভিন্ন নিউজ চ্যানেলের হয়ে টিভি শো'য়েও তাঁকে দেখতে পাওয়া গিয়েছিল।
প্রতি বছর ১২ কোটি টাকা উপার্জন করেন কপিল দেব
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কপিল দেব নাকি বছরে ১২ কোটি টাকা উপার্জন করেন। অর্থাৎ প্রতি মাসে তিনি ১ কোটি টাকা এবং প্রতি সপ্তাহে তিনি ২৫ লাখ টাকা করে উপার্জন করেন। বেশ কয়েকটি বিজ্ঞাপনী সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।এই ধরনের আরও
খবর জানতে
এই সময়ে আসুন।
লেটেস্ট নিউজ,
শহরের তাজা খবর,
দেশের খবর,
ব্যবসার খবর,
খেলার আপডেট,
দৈনিক রাশিফল এবং
লাইফস্টাইলের টিপস জানুন। আর
ভিডিয়োর জন্য রয়েছে
TimesXP
2024-07-03T06:32:18Z