RR VS RCB HIGHLIGHTS, IPL 2024 ELIMINATOR 1: বারবার আবার, রাজস্থানের সামনে সেই হার-সি-বি! কোহলিকে ফের খালি হাতে ফেরাল আইপিএল

আরসিবি: ১৭২/৮ (২০ ওভার)

রাজস্থান রয়্যালস: ১৭৪/৬ (১৯ ওভার)

RR vs RCB Highlights, IPL 2024 Eliminator 1: হলনা। এবারেও আইপিএল থেকে খালি হাতে ফিরতে হচ্ছে আরসিবিকে। অবিশ্বাস্য রূপকথা ঘটিয়ে প্লে অফে পৌঁছেছিলেন কোহলিরা। তবে এলিমিনেটর রাউন্ডেই শেষ আরসিবির স্বপ্ন। সম্মিলিত ব্যাটিং ব্যর্থতা, একের পর এক ক্যাচ মিস এবং বোলিংয়ে ভেদশক্তির অভাব- ছিটকে দিল আরসিবিকে।

প্রথমে ব্যাট করে আরসিবি বিরাট কোহলি, রজত পাতিদার, মহিপাল লোমরোরদের ব্যাটে ভর করে স্কোরবোর্ডে ১৭৪ তুলেছিল কোনওরকমে। রাজস্থান সেই রান চেজ করল এক ওভার হাতে নিয়ে। যশস্বী জয়সওয়াল, শিমরণ হেটমায়ার, রিয়ান পরাগ দলকে জয়ের রাস্তায় নিয়ে যাওয়ার পর ফিনিশ করেন রভম্যান পাওয়েল।

টসে জিতে সঞ্জু স্যামসন ব্যাট করতে পাঠিয়েছিলেন আরসিবিকে। ক্যাপ্টেন স্যামসনের প্ল্যানিংই সফল প্রমাণ হয়। দুর্দান্ত সূচনা করেন ট্রেন্ট বোল্ট। ক্যাপ্টেন ফাফ দু প্লেসিসকে বুদ্ধিদীপ্ত ফাঁদ পেতে ফেরান তিনি। তবে অন্য প্রান্ত থেকে সেভাবে আবেশ খান, সন্দীপ শর্মাদের থেকে সহায়তা পাননি। তবে অশ্বিন আসার পর খেলার মোড় ঘোরে। চাহাল ফিরিয়ে দেন ক্রিজে টিকে যাওয়া কোহলিকে।

আরসিবির মিডল ওভারে ক্যামেরন গ্রিন, রজত পাতিদাররা গুরুত্বপূর্ণ অবদান রেখে যান। শেষদিকে মহিপাল লোমরোর ক্যামিও আরসিবিকে ১৭০ প্লাস টার্গেট এনে দেয়।

বিস্তারিত আসছে…

2024-05-22T18:26:53Z dg43tfdfdgfd