South Africa cricket Team faces logistics trouble: চলতি বিশ্বকাপে বারবার অব্যবস্থার অভিযোগ উঠেছে। নিউ ইয়র্কের পিচ থেকে পাবলিক পার্কে বিশ্বকাপের অনুশীলন বারবার আলোচনায় উঠে এসেছে। গোটা বিশ্বকাপ বানচাল করতে আবহাওয়া অবিরত চাপে রেখেছে আয়োজক দেশ এবং আইসিসিকে।
তবে ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপের পরবর্তী অংশেও এই লজিস্টিক সমস্যা আরও মাথা চাড়া দিয়েছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এক দেশ থেকে অন্য দেশে পর্যাপ্ত ফ্লাইটের উড়ান না থাকার কারণে একাধিক দেশ ভুক্তভোগী হয়েছিল। এবার সেই তালিকায় নাম লিখিয়ে ফেলল দক্ষিণ আফ্রিকাও।
ত্রিনিদাদে সেমিফাইনাল খেলে বার্বাডোজে যাওয়ার ফ্লাইটে ওঠার কথা ছিল প্রোটিয়াজ শিবিরের। তবে এয়ারপোর্টে গিয়ে রাবাদা-কেশব মহারাজরা জানতে পারেন অনিবার্য কারণ বশত বার্বাডোজের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বার্বাডোজের গ্র্যান্টলি এডামস এয়ারপোর্টে ছোট প্রাইভেট এয়ারক্র্যাফট ল্যান্ডিংয়ের সময় বিপত্তি ঘটে। তারপরেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয় এয়ারপোর্ট।
দক্ষিণ আফ্রিকা সহ একই ফ্লাইটে ফাইনালের ধারাভাষ্যকার, আইসিসির ব্যক্তিরা ছিলেন। ফ্লাইট ওড়ার ঠিক আগেই ত্রিনিদাদে খবর এসেজ বার্বাডোজের উড়ান বন্ধ।
এমনিতে আফগানিস্তানকে সহজে হারানোর পর ফুরফুরে মেজাজে রয়েছে দক্ষিণ আফ্রিকা শিবির। সকাল সাড়ে দশটার সময় ফ্লাইটে ওঠার কথা ছিল প্রোটিয়াজ তারকা ক্রিকেটারদের। ত্রিনিদাদ থেকে বার্বাডোজে যেতে বিমানে এক ঘন্টার কাছাকাছি লাগে। দুপুরের মধ্যেই ফাইনালের ভেন্যুতে পৌঁছে বিশ্রাম নেওয়ার প্ল্যানিং ছিল দক্ষিণ আফ্রিকার। তবে আচমকা বিপত্তিতে দক্ষিণ আফ্রিকার সমস্ত পরিকল্পনা বানচাল হয়ে যায়। শেষমেশ সকালের পরিবর্তে দক্ষিণ আফ্রিকা বার্বাডোজের বিমানে ওড়ে বিকালের দিকে।
বিশ্বকাপ খেলতে এসে যাতায়াতের এই অব্যবস্থার শিকার হয়েছিল শ্রীলঙ্কা, আফগানিস্তান, আয়ারল্যান্ডও। ফ্লোরিডা থেকে নিউইয়র্কে পৌঁছনোর আগে গোটা রাত তারকা ক্রিকেটারদের কাটাতে হয় বিমানবন্দরে। এমনকি সুপার এইট থেকে সেমিফাইনালে পৌঁছনোর পর আফগানিস্তান দলের ফ্লাইটও বিলম্ব হয়েছিল। সুপার-৮ এবং প্ৰথম সেমিফাইনালের মধ্যে মাত্র একদিনের গ্যাপ থাকায় আফগানিস্তানকে রাতে না ঘুমিয়ে অনুশীলন ছাড়াই নেমে পড়তে হয়েছিল ত্রিনিদাদের আন্ডার প্রিপেয়ার্ড পিচে। যেখানে মাত্র ৫৬ রানে অলআউট হয়ে গিয়েছিল আফগানরা। এরপর ক্রিকেট বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
ফাইনালের আগেও অব্যবস্থার সেই কেলেঙ্কারি তাড়া করল আইসিসিকে।
2024-06-28T09:47:06Z