উইম্বলডনের ফাইনালে জোকারকে স্ট্রেট সেটে উড়িয়ে অনন্য নজির গড়লেন আলকারাজ

শুভব্রত মুখার্জি: রবিবার এই বছরের উইম্বলডনের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হয়েছিলেন নোভক জোকোভিচ এবং কার্লোস আলকারাজ। গত বারের উইম্বলডন ফাইনালের রিম্যাচ বলা যায় যাকে। গত বার ২০ বছর বয়সী কার্লোস আলকারাজের কাছে ফাইনালে হারতে হয়েছিল নোভাককে। ফলে এই বারের ফাইনালে অনেকেই আশা করেছিলেন, আলকারাজকে হারিয়ে হয়তো গত বারের হারের মধুর প্রতিশোধ নেবেন নোভক। তবে বাস্তবে তা সম্ভব হল না। উল্টে কার্যত একপেশে ম্যাচে নোভক জোকোভিচকে উড়িয়ে দিলেন কার্লোস আলকারাজ। স্ট্রেট সেটে নোভক জোকোভিচকে হারিয়ে এক অনন্য তালিকায় জায়গা করে নিলেন তিনি।

২৪ বারের গ্র্যান্ড স্লাম বিজয়ী নোভক জোকোভিচ। তিনি এবারের উইম্বলডনে লড়াই করছিলেন তাঁর কেরিয়ারের ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের। পাশাপাশি এবার তাঁর লক্ষ্য ছিল, কেরিয়ারের অষ্টম উইম্বলডন জয়। এই উইম্বলডন জিততে পারলেই তিনি রজার ফেডেরারের সর্বাধিক বার (৮ বার) উইম্বলডন জয়ের নজিরকে স্পর্শ করতেন। আর অন্য দিকে এই ট্রফি জিতলে তিনি মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের নজিরকেও ভেঙে দিতেন। তবে বাস্তবে কোনওটাই সম্ভব হয়নি। উল্টে স্ট্রেট সেটে তিনি উইম্বলডনের ফাইনাল হেরে গেলেন ২১ বছর বয়সী স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজের কাছে। ঘটনাচক্রে এটি কার্লোস আলকারাজের কেরিয়ারের দ্বিতীয় উইম্বলডনের ট্রফি জয়। কেরিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম জয় স্প্যানিশ তারকার।

এর আগে আলকারাজ এই বছরেই কয়েক মাস আগে জিতেছেন ফরাসি ওপেনের শিরোপা। ২০২২ সালে তিনি জিতেছেন ইউএস ওপেন। ২০২৩ এবং ২০২৪ সালে জিতলেন উইম্বলডনের খেতাব। তাও আবার একেবারে স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন নোভক জোকোভিচের মতন কিংবদন্তিকে। ম্যাচে প্রথম দু'টি সেটে এদিন নোভক জোকোভিচ কোনও রকম কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। প্রথম দুই সেটেই নোভকের সার্ভিস ব্রেক করে লিড নেন কার্লোস আলকারাজ। তার পর আর ওই দুই সেটেই ঘুরে দাঁড়াতে পারেননি নোভক। প্রথম দুটি সেটেই তাঁকে হারতে হয় ৬-২, ৬-২ ফলে। তৃতীয় সেটে তিনি কিছুটা লড়াই করেন। টাইব্রেকারে নিয়ে যান লড়াই। তবে শেষ রক্ষা হয়নি। গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের ফাইনালে এই নিয়ে পঞ্চম বার স্ট্রেট সেটে হারলেন নোভক জোকোভিচ।

প্রথম বার ২০০৭ সালের ইউএস ওপেনে তাঁকে স্ট্রেট সেটে হারিয়েছিলেন রজার ফেডেরার। ২০১৩ সালে উইম্বলডনের ফাইনালে তাঁকে একভাবে হারান অ্যান্ডি মারে। ২০২০ সালের ফরাসি ওপেনে রাফায়েল নাদালও তাঁকে হারান স্ট্রেট সেটে। ২০২১ সালের ইউএস ওপেনের ফাইনালে ড্যানিল মেদভেদেভ তাঁকে স্ট্রেট সেটে হারান। তার পর ২০২৪ সালের উইম্বলডনের ফাইনালেও আলকারাজ তাঁকে হারালেন স্ট্রেট সেটে।

2024-07-15T09:52:07Z