জল্পনার অবসান! মোহনবাগান ছাড়লেন আর্মান্দো সাদিকু…এফসি গোয়ায় পথে আইএসএল শিল্ডজয়ী তারকা

মোহনবাগান ছেড়ে দিলেন আলাবানিয়ার স্ট্রাইকার আর্মান্দো সাদিকু। গতবার আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হওয়ায় বেশ ভালোই অবদান ছিল সাদিকুর। কামিন্স-পেত্রাতোস জুটির সৌজন্যে প্রতি ম্যাচে সেভাবে সুযোগ পেতেন না সাদিকু। কিন্তু সুযোগ পেলে চেষ্টার কোনও খামতি রাখতেন না এই স্ট্রাইকার। একটা সময় শেষ দিকে মোহনবাগান যখন চাপে পড়ে গেছিল শিল্ড জয়ের দৌড়ে, তখন কেরল ম্যাচই ছিল টার্নিং পয়েন্ট। আর সেই ম্যাচেই গোল করেছিলেন এই স্ট্রাইকার। কিন্তু দল এবারে এএফসি প্রতিযোগিতায় খেলবে, তাই সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট চেষ্টা করেছিল আরও ভালো মানের বিদেশি আনতে। অর্থাৎ আক্রমনভাগ আরও শক্তিশালী করতে। সেই কারণেই ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মোহনবাগান সুপার জায়ান্টস। 

 

মোহনবাগান ক্লাব এবং আর্মান্দো সাদিকুর মধ্যে আরও এক বছরের চুক্তি বাকি ছিল। এমত অবস্থায় মোহনবাগান ক্লাবও সাদিকুকে রাখতে চাইছিল না, আর প্রাপ্য সুযোগ পাবেন না বোঝায় সাদিকু নিজেও চাইছিলেন অন্য কোথাও গিয়ে প্লে টাইম বাড়াতে। এরই মধ্যে এফসি গোয়ার প্রস্তাবে রাজি হয়ে যান সাদিকু। অপেক্ষা ছিল মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে বোঝাপড়ার মধ্যে চুক্তিভঙ্গের অর্থাৎ মিউচুয়াল টার্মিনেশন। সেটা মিটে যেতেই বাগানের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, গত বছরে মোহনবাগানের আক্রমণের অন্যতম ভরসা সাদিকু আর খেলবেন না বাগানের জার্সি গায়ে। নিজেদের এক্স হ্যান্ডেলে আলবানিয়ার এই স্ট্রাইকারের উদ্দেশ্যে মোহনবাগান সুপার জায়ান্টস লেখেন, ‘ফেয়ারওয়েল সাদিকু অ্যান্ড থ্যাঙ্ক ইউ ফর অল দ্যা স্পেশাল মোমেন্টস। জয় মোহনবাগান ’।

 

গতবার আইএসএলে মোহনবাগানের হয়ে ২২টা ম্যাচের মধ্যে ১০টি ম্যাচেই পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন সাদিকু। ৮টি গোলের পাশাপাশি ছিল একটি অ্যাসিস্ট। অর্থাৎ সব ম্যাচে খেলতে পারলে শুরু থেকে, তার গোলের সংখ্যা বাড়তেও পারত। এই পরিস্থিতিতে সাদিকু ব্যক্তিগতভাবে চেয়েছিলেন বেশি সময় মাঠে কাটাতে। সেই মতো কেরল ব্লাস্টার্স দলের সঙ্গেও এক প্রস্থ কথা চলে তাঁর এজেন্টের। কথাবার্তা অনেক দূর এগোনোর পর এফসি গোয়াও তাঁকে সই করাতে চায়। কোচ ম্যানোলো মার্কুয়েজ তাঁকে নিতে সহমত হন। সাদিকু নিজেও সেই ক্লাবে খেলতে রাজি হতেই কথাবার্তা চূড়ান্ত হয়ে যায়। গোয়া থেকে বেশ কয়েকজন ফুটবলারই চলতি মরশুমে দল ছেড়েছেন, যার মধ্যে অন্যতম ব্র্যান্ডন ফার্নান্দেজ। রয়েছে আরও বিদেশীও। তাই সাদিকুকে দলে নিয়ে ডুরান্ডের আগে দল শক্তপোক্ত করল এফসি গোয়া শিবির। 

2024-07-19T10:36:54Z