COPA AMERICA 2024: চ্যাম্পিয়ন হয়ে এমবাপেদের নিয়ে বর্ণবাদী গান! আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্তে ফিফা

কলম্বিয়াকে হারিয়ে ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে আর্জেন্তিনা। তবে চ্যাম্পিয়ান হয়েও খুব একটা স্বস্তিতে নেই লিওনেল মেসিরা। মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের বর্ণবাদী আচরণের ভিডিয়ো প্রকাশের পর বেশ অস্বস্তিতে রয়েছে আর্জেন্তিনা ফুটবল ফেডারেশন। বিষয়টি নিয়ে এবার তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আসলে কোপা ২০২৪ শিরোপা জয়ের পর টিম বাসে আর্জেন্তাইন খেলোয়াড়রা একটি গান গাইছিলেন। যা ছিল ফ্রান্স দলের আফ্রিকান বংশোদ্ভুত খেলোয়াড়দের নিয়ে। আর সেই সেলিব্রেশনের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন আর্জেন্তাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ।

আরও পড়ুন… ছন্দে নেই বাবর আজম! ১৮ বছরের তরুণের সামনে পাক তারকার ল্যাজে গোবরে অবস্থা, সামনে এল ভিডিয়ো

ঘটনাটি মূলত আর্জেন্তিনার কোপা জয়ের পর। টিম বাসে উদযাপনের সময় গান গাইছিলেন তারা। যার ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন দলটির মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। এই গানের কথাগুলো ছিল এমন, ‘তারা খেলে ফ্রান্সের হয়ে, কিন্তু তাদের বাবা-মা অ্যাঙ্গোলার। কারও মা ক্যামেরুনিয়ান, কারও বাবা নাইজেরিয়ান। অথচ পাসপোর্ট তাদের ফরাসি।’ এই সময় তারা এই গানে অবমাননাকর ভাষায় ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের সঙ্গে ট্রান্সজেন্ডার মডেল ইনেস রাওয়ের সম্পর্কের কথাও তুলে আনেন। অবশ্য এটা পরিষ্কার নয়, লিওনেল মেসি এই বিতর্কিত কাণ্ডে সঙ্গী ছিলেন কিনা।

আরও পড়ুন… Sourav Ganguly: সৌরভকে নেতৃত্বের বড় শিক্ষা দিয়েছিলেন সেহওয়াগ! কী হয়েছিল NatWest Trophy 2002 ফাইনালে?

এই ভিডিয়ো পরবর্তীতে ডিলিট করে ক্ষমা চাইলেও রেহাই পাননি ফার্নান্দেজ। ফ্রান্স ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ফিফা ও আর্জেন্তিনা ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছে। এরই ফলশ্রুতিতে তদন্তে নেমেছে ফিফা। ১৮ জুলাই, বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এরই মধ্যে ফিফা বিষয়টি খতিয়ে দেখছে। আর অভিযোগ প্রমাণিত হলে কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে ফার্নান্দেজকে। এই বিষয়ে ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, ‘স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে যাওয়া ভিডিয়ো সম্পর্কে ফিফা অবগত এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খেলোয়াড়, ভক্ত কিংবা অফিশিয়াল দ্বারা যে কোনও ধরনের বৈষম্যে ফিফা তীব্র নিন্দা জানাচ্ছে।’

আরও পড়ুন… সঞ্জুর ব্যাট দিয়ে ‘ভিলেজ ক্রিকেট’ খেলছেন সাঙ্গাকারা! খবর পেয়ে মজার প্রতিক্রিয়া দিলেন RR ক্যাপ্টেন

এদিকে একই ঘটনায় আর্জেন্তিনা অধিনায়ক লিওলেন মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি হারিয়েছেন দেশের এক ক্রীড়া কর্মকর্তা। তিনি আর্জেন্তিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টস জুলিও গারো। এরপরেই চাকরিচ্যুত হন গারো ওই পদে গত মার্চেই নিয়োগ পেয়েছিলেন তিনি। ওই ঘটনায় অধিনায়ক মেসি ও আর্জেন্তিনা ফুটবল প্রধান তাপিয়াকে ক্ষমা চাইতে বলাতেই বিপদে পড়েছেন তিনি। রেডিওতে এক বিবৃতিতে তিনি বলেছিলেন, ‘এই ঘটনায় জাতীয় দলের অধিনায়ককে অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। একই কাজ করা উচিত আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্টের। আমার মনে হয় এটাই সঠিক। কারণ এই ঘটনা আমাদের গৌরবান্বিত দেশকে অত্যন্ত বাজে পরিস্থিতিতে ফেলে দিয়েছে।’

আরও পড়ুন… IND vs SL ODI: গম্ভীরের পরামর্শে ছুটি কমিয়ে দলে ফিরছেন ক্যাপ্টেন রোহিত! কী করবেন কোহলি-বুমরাহ?

এই বিবৃতি সম্প্রচার হওয়ার পরেই আর্জেন্তিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইর অফিস প্ল্যাটফর্ম এক্সে গারোকে সরিয়ে দেওয়ার কথা জানায়, ‘কোনও সরকার কোনও নাগরিক কিংবা দুইবারের কোপা চ্যাম্পিয়ন, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনাকে এটা বলতে পারে না তাদের কী বলা উচিত, কী ভাবা উচিত। এই কারণে জুলিও গারো দেশের আন্ডার সেক্রেটারি অব স্পোর্টসের পদে আর থাকছেন না।’ এমন সিদ্ধান্ত আসার পর অবশ্য দুঃখপ্রকাশ করেছেন গারো। বিবৃতিতে বলেছেন, ‘কাউকে আঘাত করা মোটেও আমার উদ্দেশ্য ছিল না। এই কারণে আমি পদত্যাগপত্র দিয়েছি। তার পরেও আমি সব ধরনের বৈষম্যের বিপক্ষে থাকবো।’ এই ধরনের গান অবশ্য এবারই প্রথম গাওয়া হয়নি। কাতার বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার আগে এই ধরনের গান গেয়েছিলেন আর্জেন্তিনা টিমের বেশ কিছু ভক্ত।

2024-07-18T10:02:54Z