INTERNATIONAL FRIENDLY MATCH: উজবেকিস্তানের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারল ভারতীয় মহিলা ফুটবল দল

শুভব্রত মুখার্জি:- উজবেকিস্তান সফরে গিয়েছে ভারতের মহিলা ফুটবল দল। সেখানে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গিয়েছে ভারতীয় দল। আয়োজক দেশ উজবেকিস্তানের মুখোমুখি হয়েছিল‌ তারা। তাসখন্দের বুনোদকার ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে আয়োজক উজবেকিস্তান দলের কাছে বড় ব্যবধানে হারতে হল ভারতীয় দলকে। প্রথমার্ধে 'ব্লু টাইগ্রেসরা' দারুণ লড়াই করে। একেবারে সমানে সমানে লড়াই করার পরে দ্বিতীয়ার্ধে সমস্যায় পরে ভারতীয় দল। সেই সময়ে ভারতীয় ডিফেন্সের উপরে চাপ বাড়ায় উজবেকিস্তান দল। আর চাপ বাড়িয়েই বাজিমাত করে তারা।‌ ম্যাচে শেষ পর্যন্ত ০-৩ ফলে হারতে হয় ভারতীয় মহিলা ফুটবল দলকে।

আরও পড়ুন… T20 WC 2024-এর অভিযান শুরুর আগে কোনও প্রস্তুতি ম্যাচ খেলেনি NZ- চিন্তায় কিউয়ি তারকা স্যান্টনার

প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। ভারতীয় ডিফেন্স দুর্দান্ত ফুটবল খেলে। উজবেকিস্তানের প্রায় সমস্ত অ্যাটাক এসেই আটকে যাচ্ছিল ভারতীয় ডি বক্সে।ভারতীয় ডিফেন্সকে সামনে থেকে নেতৃত্ব দেন আশালতা দেবী। তাঁর নেতৃত্বেই বেশ‌ শৃঙ্খলা দেখায় ভারতীয় ডিফেন্স। শারীরিকভাবে ও তারা উজবেক ফুটবলারদের বিরুদ্ধে কঠিন লড়াই চালায়। ফলে বিরতিতে ০-০ অবস্থাতেই যায় দুই দল। তবে এরপরেই চিত্রটা বদলে যায়।

আরও পড়ুন… IPL 2024-এর পরে বড় পদক্ষেপ নিলেন রাহানে, এবার লেস্টারশায়ারের জার্সি পরে মাঠে নামবেন অজিঙ্কা

দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় উজবেকিস্তান দল। একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়ে ভারতীয় ডিফেন্সে। আর তাতেই ভেঙে যায় ভারতের যাবতীয় প্রতিরোধ। তিনটি গোল হয় দ্বিতীয়ার্ধে। উজবেকিস্তানের হয়ে সবকটি গোল করেছেন তাদের স্ট্রাইকার খাবিবুলাইভা দেওরা। তাঁর করা তিনটি গোলেই বাজিমাত করে উজবেকিস্তান দল। দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারতের মনোবল ভাঙে। চার মিনিটের মাথাতে শাস্তির মুখে পড়েন সঞ্জু। পেনাল্টি বক্সে হ্যান্ডবল করার জন্য শাস্তি দেওয়া হয় তাঁকে।

আরও পড়ুন… T20 WC 2024-এর ফাইনালে উঠবে কোন কোন দেশ? ভারতের ছাড়াও এই দুই দেশের নাম বললেন যুবি, তালিকায় নেই অস্ট্রেলিয়া

উজবেক উইং ব্যাক খিকমাটোভা মাদিনার ক্রস হাতে লাগে সঞ্জুর। রেফারি সঙ্গে সঙ্গে ভারতের বিরুদ্ধে পেনাল্টি দেন। যে পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি দেওরা। এরপর ৭৫ মিনিটে দলের এবং নিজের দ্বিতীয় গোলটি করেন দেওরা। একটি লং বল ধরে দুরন্ত প্রথম টাচেই একদম নিচের দিকের কোন ঘেঁষে বলকে জালে পাঠান তিনি।

আরও পড়ুন… IPL 2024 চ্য়াম্পিয়ন হওয়ার পরেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন KKR-এর তারকা ভেঙ্কটেশ আইয়ার

৮৯ মিনিটে দুরন্ত একটি গোল করে নিজের হ্যাটট্রিক এবং দলের জয় নিশ্চিত করেন তিনি। ৩০ গজ দূর থেকে নেওয়া তাঁর গোলার মতন শট জড়িয়ে যায় একেবারে টপ কর্ণারে। একেবারে শেষ দিকে ভারতের প্যায়ারি জাকা একটি গোল শোধ করার সুযোগ পেয়ে ও ব্যর্থ হন।ফলে ভারতকে হারতে হয় ৩-০ ব্যবধানে। ভারত ৪ জুন তাদের দ্বিতীয় ফ্রেন্ডলি ম্যাচ খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে।

2024-06-03T02:24:24Z dg43tfdfdgfd