কয়েকদিন আগেই মৃত্যুর খবর রটে গিয়েছিল। শেষমেশ বন্ধু হেনরি ওলোঙ্গা সেই গুজব উড়িয়ে দেন। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ক্রিকেট বিশ্ব। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। এবার আর কোনও গুজব নয়। শেষমেষ মৃত্যুর কাছেই বশ্যতা স্বীকার করলেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক। মাত্র ৪৯ বছরে প্রয়াত হলেন তিনি।
নিজের ফেসবুক একাউন্ট থেকে স্ট্রিকের স্ত্রী নাদিম স্ট্রিক তাঁর মৃত্যুর খবর কনফার্ম করেছেন।
২০০৫-এ ক্রিকেট থেকে অবসর নেন। ২২.২৫ গড়ে ১৯৯০ রান এবং ২৮.১৪ গড়ে ২১৬ উইকেট তাঁর টেস্ট ক্রিকেটের প্রোফাইলে। সাদা বলের ক্রিকেটেও ভেলকি দেখিয়েছেন তিনি। ২৯৪৩ রান করার পাশাপাশি ২৩৯ উইকেট দখল করেছেন।
২০২১-এ দুর্নীতি সংক্রান্ত নিয়মবিধি ভঙ্গ করায় স্ট্রিককে ক্রিকেট থেকে বহিষ্কার করে আইসিসি। খেলা ছেড়ে দেওয়ার পর ঘরোয়া এবং আন্তর্জাতিক স্তরে বহু দলের কোচিংয়ে যুক্ত ছিলেন তিনি। বাংলাদেশ, জিম্বাবোয়ে তো বটেই, কেকেআরের মত আইপিএলে নামি দলের কোচও ছিলেন তিনি।
2023-09-03T08:07:06Z dg43tfdfdgfd