এশিয়া কাপের ইতিহাসে রেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেট দল। এই নিয়ে তারা অষ্টমবার এশিয়া কাপ খেতাব জয় করেছে। আর এই জয়ের পরই রীতিমতো উচ্ছ্বসিত হয়ে উঠেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকার। পাশাপাশি টুর্নামেন্টের সুপার ফোর রাউন্ডে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের দুর্বল পারফরম্যান্সের পর যাঁরা টিম ইন্ডিয়াকে নিয়ে সমালোচনা করেছিলেন, তাঁদেরও পালটা জবাব দিলেন গাভাসকার।
প্রসঙ্গত, ২০২৩ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোট ২ বার খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। গত বুধবার সুপার ফোর রাউন্ডে ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা দুর্দান্ত পারফরম্যান্স করলেও, শেষপর্যন্ত লঙ্কার সিংহবাহিনীকে ৪১ রানে হারতে হয়। এই ম্যাচে ব্যাট এবং বল হাতে নজর কেড়েছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটার দুনিথ ওয়েলালাগে। তবে শ্রীলঙ্কার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার এহেন পারফরম্যান্স দেখার পর অনেকেই রোহিত-বিরাটদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। কেউ কেউ তো আবার একথাও বলতে শুরু করেন যে টিম ইন্ডিয়া নাকি ইচ্ছাকৃতভাবে এই ম্যাচে হেরে যাচ্ছে। যাতে পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া যায়।
এবার এই সমালোচকদেরই কার্যত ধুয়ে দিলেন সুনীল গাভাসকার। কীভাবে কোনও দেশের ক্রিকেট সমর্থকেরা এতটা হাস্যকর চিন্তাভাবনা করতে পারেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। গাভাসকারের এই প্রশ্নবাণ যে পাকিস্তান ক্রিকেট সমর্থকদের দিকেই ছিল, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। টুর্নামেন্টের ভার্চুয়াল সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ রানে হেরে পাকিস্তান ক্রিকেট দল যখন আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল, তখন গাভাসকার আশঙ্কা করেছিলেন যে এই 'ষড়যন্ত্র তত্ত্ব' আরও একবার মাথা চাড়া দিয়ে উঠবে। কিন্তু, ঘটল উলটোটাই। তাঁরা পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমকেই অভিযুক্তের কাঠগড়ায় তুললেন।
মিড-ডে পত্রিকার একটি কলামে গাভাসকার লিখেছেন, 'ভারতীয় ক্রিকেট দলের এই এশিয়া কাপ জয় সেইসব লোকজনের গালে একটা টেনে চড় কষাল, যাঁরা ইতিপূর্বে টিম ইন্ডিয়া ২১৩ রানে অলআউট হওয়ার পর সমালোচনা করেছিলেন। অনেকে তো আবারও এও বলেছিলেন যে পাকিস্তানকে ইচ্ছাকৃতভাবে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার জন্যই নাকি টিম ইন্ডিয়া এমন পারফরম্যান্স করছে। বাংলাদেশের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত তো হেরেই গিয়েছিল। ফলে শ্রীলঙ্কা পাকিস্তানকে না হারালে ভারতের তো ফাইনালে ওঠাই মুশকিল হয়ে যেত! এই পরিস্থিতিতে ভারত কেন নিজে থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টুর্নামেন্টে হারতে যাবে?'
2023-09-18T09:32:47Z dg43tfdfdgfd