বিশ্বকাপ শেষ সাকিবের! বিতর্কের ঝড় তোলার পরেই বিরাট আপডেট টাইগার শিবিরে

শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার রাস্তা খোলা রেখেছেন। ম্যাচের সেরাও হয়েছেন। তবে এসব দূরে সরিয়ে সাকিব আল হাসান তীব্র বিতর্কের জন্ম দিয়ে গিয়েছেন ২৪ ঘন্টা আগে। শ্রীলঙ্কান অলরাউন্ডার এঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউট করে ক্রিকেট স্পিরিটের পরিপন্থী কাজ করেছেন। অখেলোয়াড়চিত আচরণে গোটা ক্রিকেট বিশ্বে ধিকৃত হয়েছেন। সেই বিতর্কের রেশ এখনও দগদগে।

তবে বিতর্কের সেই আবহের মধ্যেই জানা গেল, সাকিব আল হাসানের চলতি বিশ্বকাপ শেষ। আর খেলতে পারবেন না তিনি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যাট করার সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়েছিলেন। বাংলাদেশ বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে পুনেতে, ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর সেই ম্যাচে থাকবেন না ক্যাপ্টেন সাকিব আল হাসান।

আইসিসিকে বাংলাদেশ দলের ফিজিও বেইজেদুল ইসলাম জানিয়েছেন, “নিজের ইনিংসের একদম শুরুর দিকে সাকিবের বাঁ হাতের আঙুলে চোট পান। ব্যাথা নিরোধককারী ট্যাবলেট এবং টেপ লাগিয়ে ব্যাটিং চালিয়ে গিয়েছিলেন তিনি। ম্যাচের শেষে দিল্লিতেই এক্স রে হয় সাকিবের। সেই রিপোর্টে সাকিবের আঙুলের জয়েন্টে চিড় ধরা পড়েছে। পুরোপুরি ফিট হয়ে উঠতে তিন-চার সপ্তাহ লাগবে। আজকেই সাকিব বাংলাদেশ রওনা হয়ে যাচ্ছেন। দেশে ফিরে রিহ্যাব সারবেন তিনি।”

2023-11-07T10:45:31Z dg43tfdfdgfd