মহারাজের ব্যাটে ‘প্রজা’ পাকিস্তান! দক্ষিণ আফ্রিকার কাছে রোমাঞ্চকর হারে বিশ্বকাপ থেকেই ছুটি বাবরদের

পাকিস্তান: ২৭১/১০

দক্ষিণ আফ্রিকা: ২৭৩/৯

ইতিহাস বদলে গেল। বিশ্বক্রিকেটের চিরন্তন চোকার্স দক্ষিণ আফ্রিকা। বারবার ক্লোজ ম্যাচে রান চেজ করে মুখ থুবড়ে পড়েছে প্রোটিয়াজরা। দশকের পর দশক। তবে এবার ভারতে সেই ট্র্যাডিশন বদলের ইঙ্গিত দিয়ে গেল। রান চেজ করে চরমতম থ্রিলারে দক্ষিণ আফ্রিকা এবার জিতে গেল। হারতে হারতে জিতে গেল দক্ষিণ আফ্রিকা। বাউন্ডারি ফাইন লেগ দিয়ে বাউন্ডারিতে আছড়ে পড়তেই বুক চাপড়ে হর্ষধ্বনিতে মেতে উঠলেন কেশব মহারাজ। আর টানা চার হারে বিশ্বকাপ থেকে বিদায় কার্যত নিশ্চিত হয়ে গেল। হাফডজন ম্যাচ খেলে মাত্র চার পয়েন্ট নিয়ে আরও খাদের কিনারায় পৌঁছে গেল পাকিস্তান। খাতায় কলমে এখনও পাকিস্তানের সেমিতে পৌঁছনোর আশা থাকলেও সেটা ‘খাতায় কলমেই’। শেষ তিন ম্যাচে নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টানা জয় পেতে হবে। একটা ম্যাচ হারলেই সরকারিভাবে বিদায়ের ঘন্টা বেজে যাবে বাবর বাহিনীর।

বিস্তারিত আসছে…

2023-10-27T17:28:09Z dg43tfdfdgfd