লজ্জা-ঘেন্না-ভয়...! রেকর্ড গড়ে ভারতের কাছে হেরে অজুহাত বাবরের

বিপক্ষ শিবির থেকে অনেক তর্জন গর্জন শোনা গিয়েছিল ভারত পাকিস্তান ম্যাচের আগে। কে এগিয়ে আর কে পিছিয়ে পাক শিবির তা নিয়ে আলোচনা না করে নিজেদের এগিয়ে রেখে খেলতে নেমেছিল। বিপক্ষকে না মেপে আগে থেকেই এগিয়ে থেকে নেমেছিল পাকিস্তান। যার ফল, ম্যাচের একদিন আগে প্রথম একাদশ ঘোষণা করে দেওয়া। অতিরিক্ত এগিয়ে থেকে খেলতে নেমে তার ফল পেল পাকিস্তান। ২২৮ রানে হারের মুখ দেখতে হল।

ম্য়াচ হারের পর কারণ নিয়ে অনেক কাটাছেঁড়া জলঘোলা চলছে। কে ঠিক আর কার ভুল তা নিয়ে চলছে আলোচনা। পাকিস্তান এতদিন ওডিআই র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকায় তারা অনেকটা ধরাকে সরা জ্ঞান করেছিল। যেটার ফল মিলেছে।

ম্যাচ হারের পর হারের কারণ দেখিয়ে মুখ খুলেছেন বাবর আজম। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে তিনি এসে বলেন, ‘আবহাওয়া আমাদের হাতে ছিল না তবে আমরা নিজেদের সেরাটা দিয়েছি। আমাদের ব্য়াটিং ও বোলিংয়ে আমরা ভালো করতে পারিনি। ভারতের ওপেনারররা আমাদের বোলারদের জন্য পরিকল্পনা করে এসেছিল এবং ওরা ভালো শুরু করেছিল এটাই করেছিল বিরাট কোহলি ও কেএল রাহুল। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ ভালো বোলিং করে প্রথম ১০ ওভার। ওরা দুইদিকেই বল স্যুইং করাচ্ছিল, তবে আমাদের ব্য়াটিং সেই মানের ছিল না।’

তবে বাবর আজম কুলদীপের নাম না নিলেও পাকিস্তানের ব্যাটিংকে নাচিয়েছেন কুলদীপ। তিনি একাই নেন পাঁচটি উইকেট। ম্যাচের পর কুলদীপ বলেন, ‘এখন খুব খুশি। এটা শেষ এক দেড় বছরের ধারাবাহিকতার পল। আমি নিজের ছন্দ ফিরে পেয়েছি এবং আমি আমার বোলিংকে উপভোগ করছি। পাঁচ উইকেট নেওয়ায় ভালো লাগছে। আমি সঠিক লেংথে বল করার কথা ভাবছিলাম। ওডিআই হোক বা টেস্ট পাঁচ উইকেট সবসময় ভালো অভিজ্ঞতা দেয়। আমার পরিকল্পনা ছিল, তবে আমি আমার শক্তিকে কাজে লাগিয়েছি। আমি উইকেটে বল রাখার চেষ্টা চালিয়েছি। ব্যাটাররা স্যুইপ, স্লগ স্যুইপ মেরে আমার কাজকে অনেক সুবিধা করে দিয়েছে।’

এদিন ম্যাচের পর পাকিস্তানের বড় ধাক্কা দুজনের চোট। নাসিম শাহ ও হ্যারিস রউফ চোট পান। দু’জনের কেউই ব্যাটিংও বোলিং করতে পারেননি। ফলে তাদের পরিষেবা পাকিস্তান পায়নি। যদিও এটা পাকিস্তানের ব্যর্থতা প্লেয়ারদের ফিট না করে দলে খেলানো।

2023-09-11T19:22:22Z dg43tfdfdgfd