ANDRE RUSSELL CATCH : IPL-এর সেরা ক্যাচ? রাসেল আউট হতেই 'চক্ষু ছানাবড়া' ক্রিকেট বিশ্বের

রবিবার (৫ মে) লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে একটি অসাধারণ ক্যাচ তালুবন্দি করলেন লখনউয়ের পরিবর্ত ক্রিকেটার কৃষ্ণাপ্পা গৌতম। আর সেইসঙ্গে ফেরালেন কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। সেই ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।

লখনউয়ের বিরুদ্ধে এই ম্যাচে শুরুটা বেশ ভালো করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার তথা ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিন। তিনি মাত্র ৩৯ বলে ৮১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। সুনীল একদিকে যখন প্যাভিলিয়নে ফিরছিলেন, অন্যদিক থেকে ব্যাট করতে নামছিলেন আরেক ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এই ম্যাচে রাসেল চার নম্বরে ব্যাট করতে নামেন। কেন তাঁকে শ্রেয়সের পরিবর্তে এতটা ওপরে ব্যাট করতে নামলেন, সেটা নিয়েও হালকা প্রশ্ন উঠতে শুরু করে।

যাইহোক ফের শুরু হল খেলা। নাইট সমর্থকরা আশা করেছিলেন এই ম্যাচে রাসেল হয়ত জ্বলে উঠবেন। ক্রুনাল পান্ডিয়াকে একটা বিশাল ছয় এবং নবীন উল হককে একটা বাউন্ডারি হাঁকান তিনি। বাউন্ডারি হজম করেও নবীন তাঁর বোলিং পরিকল্পনা বদল করেননি। আবারও ফুল ওয়াইড ডেলিভারি করেন তিনি। ১৪.২ ওভারে রাসেল কভারের উপর দিয়ে বলটা ওড়ানোর চেষ্টা করেন। কিন্তু, বলটা ব্যাটের কানায় লেগে সোজা উপরের দিকে উঠে যায়। নীচে দাঁড়িয়ে ছিলেন তিনজন ফিল্ডার। কিন্তু, কৃষ্ণাপ্পা গৌতম ক্যাচ নেওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত গ্রহণ করেন।

দেখে নিন সেই ভিডিয়ো :

এরপর কভার অঞ্চল থেকে উলটো দিকে দৌড়তে শুরু করেন তিনি। অবশেষে দর্শকদের দিকে দুর্দান্ত একটি ডাইভ দিয়ে ক্যাচটা তালুবন্দি করলেন। এই ক্যাচটা যে চলতি আইপিএল টুর্নামেন্টের অন্যতম সেরা ক্যাচ, তা বলা যেতেই পারে। অবশেষে ৮ বলে ১২ রান করে প্যাভিলিয়নে ফিরে যেতে হল রাসেলকে। স্ট্রাইক রেট ১৫০।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এবারের আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্স দুর্দান্ত ফর্মে রয়েছে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আবারও সেই ছবিটাই দেখতে পাওয়া গেল। টসে জিতে লখনউ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। কেএল রাহুল বলেন যে তাঁরা রান তাড়া করতে বেশি ভালোবাসেন। এদিকে নির্ধারিত ২০ ওভারে কেকেআর ৬ উইকেট হারিয়ে ২৩৫ রান তুলেছে। লখনউয়ের একানা স্টেডিয়ামে এই প্রথমবার কোনও দল টি-২০ ক্রিকেটে ২০০ রানের চৌকাঠ স্পর্শ করতে পারল। অন্য়দিকে, এবারের আইপিএল টুর্নামেন্টে ষষ্ঠবার কোনও দল ২০০ রান করতে পেরেছে। এই রানের বোঝা কীভাবে লখনউ নামাবে, সেটা তাদেরই পরিকল্পনা করতে হবে। আপাতত কলকাতা যে এই ম্যাচে অ্যাডভান্টেজ পজিশনে দাঁড়িয়ে রয়েছে, তা বলাই যায়।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-05T16:10:17Z dg43tfdfdgfd