ASIA CUP POINT TABLE: শ্রীলঙ্কা-পাকিস্তান ম্য়াচ ভেস্তে গেলে ফাইনালে ভারতের সামনে কে? দেখে নিন এশিয়া কাপের পয়েন্ট টেবিল

সুপার ফোরে পরপর দুটো ম্য়াচে জিতে প্রথম দল হিসেবে এশিয়া কাপের ফাইনালে প্রবেশ করেছে ভারত। এবার দ্বিতীয় দল কে হবে তার মধ্যে লড়াই পাকিস্তান ও শ্রীলঙ্কার। গত ম্যাচ পর্যন্ত বাংলাদেশ লড়াইয়ে থাকলেও ভারত জেতায় তারা লড়াই থেকে বেরিয়ে গিয়েছে। ফলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচটা নিয়মরক্ষার। ১৭ তারিখ এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে কোন দল খেলবে তা জানা যাবে ১৪ সেপ্টেম্বর পাকিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যে ম্যাচে। তবে এই ম্য়াচে বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি।

পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ম্য়াচের দিন শেষের দিকে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে বৃষ্টি চলবে। ফলে এই ম্যাচটা বৃষ্টি থেকে বাঁচতে পারবে না। যেহেতু রিজার্ভ দিন নেই তাই শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচ প্রথম দিনেই শেষ করতে হবে। কিন্তু বৃষ্টির জন্য কাটঅফ সময়ের মধ্যে খেলা শুরু করতে না পারলে ম্য়াচ বাতিল করা ছাড়া উপায় থাকবে না।

নিয়ম অনুযায়ী, ম্যাচ বাতিল হলে দুই দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হবে। আর বর্তমানে দুই দলের পয়েন্ট সংখ্যা ২। ম্যাচ বাতিল হলে দুই দল এক পয়েন্ট করে পাবে আর মোট পয়েন্ট হবে ৩। একই পয়েন্ট হবে লাভবান হবে শ্রীলঙ্কা।

কীভাবে শ্রীলঙ্কা লাভবান হবে?

এটা জানার জন্য এবারের এশিয়া কাপের সুপার ৪-এর পয়েন্ট টেবিলের দিকে নজর দিতে হবে। দুটি ম্যাচ খেলে দুটিতে জিতেছে টিম ইন্ডিয়া। তার চার রান এবং নেট রান রেট +২.৬৯০। পয়েন্টের দিক থেকে দলটি এক নম্বরে থাকলেও নেট রান রেটও অনেক ভালো।

এরপর দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কা। দল দুটি ম্যাচের একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে। তারা ২ পয়েন্ট পেয়ে নেট রান রেট -০.২০০। পাকিস্তানও দুই ম্যাচের একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে। তার দুই পয়েন্ট আছে, তবে তাদের নেট রানরেট -১.৮৯২। তার মানে, শ্রীলঙ্কা ও পাকিস্তানের পয়েন্ট সমান এবং উভয়ের নেট রান রেটও মাইনাসে, কিন্তু পাকিস্তানের পয়েন্ট শ্রীলঙ্কার থেকে খারাপ।

এই পরিস্থিতিতে বৃষ্টি হলে দুই দলই একটি করে পয়েন্ট পেলেও নেট রান রেটে কোনও প্রভাব পড়বে না। ফলে সহজেই শ্রীলঙ্কা দল ফাইনালে উঠবে নেট রানরেটের জন্য। আর পাকিস্তান ফাইনালে প্রবেশ করবে। ফলে ম্যাচের ফল যাই-ই হোক না কেন শ্রীলঙ্কা চাইবে ম্যাচ ভেস্তে যাক, তাহলে তাদের সুবিধা হবে।

2023-09-13T11:25:12Z dg43tfdfdgfd