​ASIAN GAMES 2023 : নেতৃত্বে সুনীল, এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা ভারতের

অবশেষে বরফ গলল AIFF বনাম ক্লাবের মধ্যে। এশিয়ান গেমসে দল গঠন নিয়ে চলতে থাকা বিবাদ সুরাহা হল। আর এরসঙ্গে এশিয়ান গেমসের জন্য দল ঘোষণা করল AIFF। ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এই দলেকে নেতৃত্ব দেবেন সুনীল ছেত্রী। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস আর ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ISL। যার অর্থ, যারা এশিয়ান গেমস খেলবেন তারা ISL-এর শুরুর দিকে থাকতে পারবেন না।

জাতীয় দলের ম্যাচ ও ক্লাবের ম্যাচ একসঙ্গে পড়ায় ক্লাবগুলো প্লেয়ার ছাড়তে গড়িমসি করছিল। AIFF-এর পক্ষ থেকে ISL পিছনোর অনুরোধ করা হলেও তা শোনা হয়নি। ফলে জাতীয় দল গঠন নিয়ে সমস্যা বাড়ে। অবশেষে সেটা মিটল বলেই মনে করা হচ্ছে। সাধারণত এশিয়ান গেমসের দল হয় অনূর্ধ্ব ২৩ প্লেয়ারদের নিয়ে। তবে এই বয়সের বাইরে তিনজন প্লেয়ার রাখতে পারে যেকোনও দল। সেই হিসেবে এই ভারতীয় দলে সিনিয়র প্লেয়ারদের মধ্যে রাখা হয়েছিল সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু ও সন্দেশ ঝিঙ্গানকে। তবে এদের মধ্যে দলে সুযোগ পেলেন সুনীল। যার অর্থ, মাত্র একজন সিনিয়র প্লেয়ার দলে থাকবেন।

এই দলের মধ্যে কলকাতার দুই প্রধান থেকে সুযোগ পেয়েছেন মাত্র একজন। মোহনবাগান সুপার জায়ান্ট থেকে সুমিত রাঠি সুযোগ পেয়েছেন। ইস্টবেঙ্গল থেকে কেউ সুযোগ পাননি।

দল গঠন নিয়ে AIFF প্রেসিডেন্ট কল্যাণ চৌবে বলেন, ‘এইবার ভারতীয় ফুটবলের জন্য় খুব কঠিন সময়। আমাদের ঠাসা ক্রীড়াসূচি আছে। স্বল্প সময়ের মধ্যে যা ম্যানেজ করা কঠিন। একসঙ্গে অনেক জিনিস ঘটছে। ঘরোয়া এবং আন্তর্জাতিক ম্যাচ একসঙ্গে রয়েছে। ভারতের জাতীয় দলের পাশাপাশি রয়েছে ISL-এর ক্লাবের ম্যাচ। এশিয়ান গেমসের পর সিনিয়র জাতীয় দল একাধিক টুর্নামেন্ট খেলবে। যারমধ্যে রয়েছে মারডেকা কাপ, বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচ ও AFC এশিয়ান কাপ।’

প্লেয়ার ছাড়ার জন্য কল্য়ণ চৌবে ISL-এর ক্লাবগুলোকে ধন্যবাদ জানিয়েছেন। ৯ বছরের ব্যবধানে ভারতের পুরুষ দল এবার এশিয়ান গেমসের অংশগ্রহণ করবে। কল্যাণ চৌবে বলেন, ‘কিছু পরিস্থিতি ছিল যেগুলো এড়ানো যেত না এবং এখানে ভারসাম্য রক্ষা করা দরকার পড়ত। এটা সহজ ছিল না। একই সময়ে, আমি FSDL ও ক্লাবগুলোর কাছে গিয়েছি, ওদের ধন্য়বাদ জানিয়েছি এটা সম্ভব করার জন্য। ভারতীয় দল ৯ বছর পর এশিয়াডে যাচ্ছে এবং এটা সম্ভব হয়েছে সরকারের জন্য। বিশেষ করে ক্রীড়া মন্ত্রকের জন্য।’

দেখে নিন এশিয়ান গেমসের জন্য ভারতীয় দল

গুরমিত সিং, ধীরাজ সিং, সুমিত রাঠি, নরেন্দর গেহলট, অমরজিৎ সিং কিয়াম, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আবদুল রাবেহ অঞ্জুকান্দন, আয়ুশ দেব ছেত্রী, ব্রেসি মিরান্ডা, আফজার নুরানি, রহিম আলি, ভিঞ্চি ব্যারেটো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরত সিং, অনিকেত যাদব

2023-09-13T18:11:39Z dg43tfdfdgfd