মাত্র কয়েক সপ্তাহ আগের ঘটনা। একদিনের ক্রিকেট ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছিল পাকিস্তান। এমনকী, চলতি এশিয়া কাপ জয়ের অন্যতম দাবিদার বলেও তাদের মনে করা হচ্ছিল। কিন্তু, এশিয়া কাপ থেকে বিদায় নেওয়ার পরই পাকিস্তানের সুখের সংসারে আগুন লেগে যায়। সুপার ফোর রাউন্ডের পয়েন্ট টেবিলে বাবররা মাত্র একটাই ম্যাচ জিতে একেবারে নীচে নেমে আসে।
ইতিমধ্যে পাকিস্তান সংবাদমাধ্যমে একটি খবর মাথাচাড়া দিতে শুরু করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে পরাজয়ের পর ড্রেসিংরুমে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম এবং পেস বোলার শাহিন শাহ আফ্রিদির মধ্যে ব্যাপক ঝামেলা হয়েছে। এমনকী, পরিস্থিতি এমন পর্যায়ে চলে গিয়েছে যে তাঁরা একে অপরের মুখও দেখতে চাইছেন না।
পাকিস্তানের সংবাদমাধ্যম বোল নিউজের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পর বাবর এবং শাহিনের মধ্যে ব্যাপক তর্কাতর্কি হয়েছে। অবশেষে সেই ঝামেলা থামাতে এগিয়ে আসেন মহম্মদ রিজওয়ান।
ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, পাকিস্তান ক্রিকেট দলের সিনিয়র খেলোয়াড়ের পারফরম্যান্সে একেবারেই খুশি নন বাবর আজম। তিনি পাকিস্তানের সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে প্রকাশ্যেই অসন্তোষ জাহির করেন। সেইসঙ্গে আরও ভালো পারফরম্যান্স করারও পরামর্শ দেন।
আর এই কথা শোনামাত্রই তেতে ওঠেন পাকিস্তানের স্পিডস্টার শাহিন শাহ আফ্রিদি। তিনি বাবরকে জানান, যে ক্রিকেটাররা ব্যাট এবং বল হাতে ভালো পারফরম্যান্স করেছে, তাঁদের প্রশংসা অবশ্যই প্রাপ্য ছিল। ওই সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, শাহিনের এই মন্তব্যে একেবারেই খুশি হতে পারেননি বাবর আজম। তিনি পালটা বলেন, একজন অধিনায়ক খুব ভালো করেই জানেন যে কোন ক্রিকেটাররা একেবারেই পারফরম্যান্স করছে না। আর কোন ক্রিকেটারের পারফরম্যান্সে উন্নতি দরকার রয়েছে।
এরপরই ব্যাপারটি মধ্যস্থতার জন্য এগিয়ে আসেন মহম্মদ রিজওয়ান এবং পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ গ্রান্ট ব্র্যাডবার্ন। ততক্ষণে পরিস্থিতি অবশ্য় অনেকটাই হাতের বাইরে চলে গিয়েছে। এরপর বাবর আর সাংবাদিক বৈঠক করতে আসেননি। সেখান থেকে বাসে চড়ে হোটেলে চলে আসেন। এরপর আর কারোর সঙ্গে কোনও কথা বলেননি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আশরফ একটি কমিটি গঠণ করেছেন। আপাতত তাঁরাই গোটা বিষয়টা দেখাশোনা করছেন। পাশাপাশি ২০২৩ এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্সও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপ স্কোয়াডে কোন কোন ক্রিকেটারদের রাখা হবে, আর কারা পড়তে পারেন বাদের তালিকায়; সেটাও খতিয়ে দেখা হবে।
2023-09-17T05:45:44Z dg43tfdfdgfd