BANGLADESH CRICKET FAN : 'আমি তুমাকে ভালোবাসি...', বাংলাদেশের ক্রিকেট প্রথমবার দেখেই 'হাঁ' ভারতের মহিলা ফ্যান

ভারত বনাম বাংলাদেশ ক্রিকেট ম্যাচ বরাবরই যথেষ্ট হাইভোল্টেজ হয়। এবারও যে তেমনই একটা ম্যাচ উপহার পেলেন দুই দেশের ক্রিকেট সমর্থকেরা। গত শুক্রবার চলতি এশিয়া কাপে সুপার ফোর রাউন্ডে শেষ ম্যাচ খেলতে নেমেছিল ভারত এবং বাংলাদেশ ক্রিকেট দল। এই ম্যাচে টাইগারবাহিনী মাত্র ৬ রানে জয়লাভ করেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিয়োয় ভারতীয় ক্রিকেট দলের এক মহিলা ফ্যানকে দেখতে পাওয়া যাচ্ছে। তিনি বাংলাদেশের জয়ে দারুণ উচ্ছ্বসিত হয়ে উঠেছেন। আর একটা ডায়লগ তো রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে, 'আমি তুমাকে ভালোবাসি'।

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমি যখন অন্য কোনও ম্যাচ দেখি, সেখানে দেখতে পাওয়া যায় যে বাউন্ডারি লাইনের দিকে যখন বল এগিয়ে যায়, তখন সেই বলের পিছনে একজন একজনই দৌড়োয়। কিন্তু, বাংলাদেশ ক্রিকেট দলের কাছে ব্যাপারটা একেবারেই আলাদা। বাংলাদেশের তিনজন করে ফিল্ডার দৌড়োয়। ক্রিকেটারদের মধ্যে এতটা সংহতি আর কোনও দলের মধ্যে দেখতে পাওয়া যায় না।' সেইসঙ্গে তিনি আরও বলেন, 'বাংলাদেশ ক্রিকেট দলে সেরা বোলার, সেরা ফিল্ডার রয়েছে। আজ আমি প্রথমবার বাংলাদেশ ক্রিকেট দলের ম্যাচ দেখলাম। আর প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছি। আমি বাংলাদেশের কোনও ক্রিকেটার সম্পর্কেই কিছু জানতাম না। সাকিব, তনজিম, মুস্তাফিজুর সকলের খেলাই দেখলাম। তোমরা সকলেই খুব ভালো খেলেছ। আমি আবারও বাংলাদেশের ম্যাচ দেখতে আসব।'

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই ম্যাচে টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছিলেন রোহিত শর্মা। টস জিতে তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন। বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স শুরুর দিকে খারাপ হলেও, দলের হাল ধরেন সাকিব আল হাসান। তিনি ৮৫ বলে ৮০ রানের একটি বিধ্বংসী ইনিংস উপহার দেন। এছাড়া বল হাতেও বাংলাদেশের ক্রিকেটাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। মুস্তাফিজুর রহমান তিনটে উইকেট শিকার করেন এবং তনজিম হাসান সাকিব নেন জোড়া উইকেট। ভারতীয় ব্যাটারদের মধ্যে শুভমান গিল (১২১) এবং অক্ষর প্যাটেল (৪২) ছাড়া আর কেউ সেভাবে নজর কাড়তে পারেননি।

2023-09-16T12:29:40Z dg43tfdfdgfd