নতুন বছর থেকে একেরপর এক চমক দিচ্ছে ইস্টবেঙ্গল। সেই তালিকায় সর্বশেষ সংযোজন জার্সি উন্মোচন। ISL-এর আগে হোম জার্সি উন্মোচন করা হয়েছে বাকিদের থেকে আলাদাভাবে। কোনও সাংবাদিক বৈঠক করে জার্সি উন্মোচন নয়। একেবারে নতুন কায়দায় ভিডিয়ো বানিয়ে আনা হয়েছে হোম জার্সি। ক্লেইটন সিলভার হাত দিয়ে সামনে আনা হয় সেটি। ক্লাবের মাঠে মশাল জ্বেলে সমর্থকদের সঙ্গে জার্সিটি সামনে আনা হয়। এরপর সমর্থকদের প্রশ্ন ছিল, অ্য়াওয়ে জার্সি কবে আসবে? সেই অপেক্ষার অবসান ঘটল।
১৭ সেপ্টেম্বর একদিকে যেখানে এশিয়া কাপে ফাইনালে শ্রীলঙ্কাকে দুরমুশ করছে টিম ইন্ডিয়া সেই সময় ইস্টবেঙ্গলের ফেসবুক পেজ থেকে একটি ভিডিয়ো আপলোড করা হয়। যেখানে দেখা যায় পাজামা পাঞ্জাবী পরে বসে খবরের কাগজ পড়ছেন কোচ কার্লোস কুয়াদ্রাত। পাশে রাখা বাঙালির আবেগের রেডিও। চ্যানেলটা বদলে কুয়াদ্রাত চালিয়ে দিলেন আকাশ ভরা সূর্য তারা গানটি। এরপর গরম চায়ে হাল্কা চুমুক।
পাশ থেকে একজন কুয়াদ্রাতের কাছে এসে বললেন, 'ভাই, আজ জমিয়ে ইলিশ ভাপা খাওয়া হবে। আর তোর জন্য আরও কিছু এনেছি।' এরপর দেখা যায় ধুতি ও লাল হলুদের নতুন জার্সি পরে কার্লোস কুয়াদ্রাত। চিরাচরিত সাদা জার্সিই রাখা হয়েছে এবারের অ্য়াওয়ে জার্সিতে। সঙ্গে রয়েছে লাল ও হলুদ রংয়ের স্ট্রাইপ। বুকে ও পিঠে স্পনসরের লোগো আর বাম হাতে জ্বলজ্বল করছে ISL-এর লোগো।
ভিডিয়োর ক্য়াপশনে লেখা, ‘পুরো একমাস দূরে, আর পুরো মানেই নতুন জামা।’ পুরো শ্যুটিংটা হয় লাল হলুদের প্রাক্তন প্রেসিডেন্ট বানওয়ারিলাল রায়ের বাড়িতে। ঐতিহ্যশালী বাড়িতে উদ্বোধন হল লাল হলুদের নতুন অ্য়াওয়ে জার্সির। বাকিদের থেকে একদম আলাদা রাস্তায় হেঁটে ইস্টবেঙ্গল এবার তাদের অ্য়াওয়ে জার্সি সামনে আনল। হোম জার্সির পর অ্যাওয়ে জার্সি উন্মোচনে দেখা গেল চমক।
জার্সি উন্মোচনে যেই চমক দেখা গিয়েছে সেই একই চমক এবার দলের খেলা থেকে চাইছেন সমর্থকরা। কারণ ISL-এ নাম লেখানোর পর থেকে লাল হলুদকে লিগ তালিকায় শেষের দিকেই শেষ করতে হয়েছে। ফলে এবার তাদের কাছে ভালো ফল করা ছাড়ার আর রাস্তা নেই। এবার ডুরান্ড কাপের রানার্স আপ হয়ে দল ভালো শুরু করেছে। সেটাই এবার ISL-এ হবে বলে আশা করছেন সমর্থকরা। কলকাতা লিগেও লাল হলুদ অপ্রতিরোধ্য রয়েছে বর্তমানে।
2023-09-17T14:01:15Z dg43tfdfdgfd