IND VS SL LIVE SCORE: মহাযুদ্ধে ভারত এবং শ্রীলঙ্কা

India vs Sri Lanka Asia Cup 2023 Final Live Score:

অবশেষে ট্রফি খরা কাটাতে মাঠে নামছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। রবিবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারালে প্ৰথমবার রোহিত শর্মার নেতৃত্বে মাল্টি নেশন টুর্নামেন্টে কোনও ট্রফি জিতবে ভারত। শেষবার ভারতের উল্লেখযোগ্য কৃতিত্ব বলতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। তারপর ভারত কোনও একাধিক-অংশগ্রহণকারী দলীয় টুর্নামেন্টে খেতাব জেতেনি। নিদাহাস ট্রফি এবং ২০১৮-য় এশিয়া কাপ বাদ দিয়ে।

এশিয়া কাপ এবার বিশ্বকাপের ড্রেস রিহার্সাল। এমন মহাদেশীয় টুর্নামেন্ট জিতলে বিশ্বকাপের আগে ভারতের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। এমনিতে ভারতের একাধিক বিষয়ে উন্নতির অবকাশ রয়েছে। শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে রান চেজ করতে গিয়ে বহু বিষয়ে দুর্বলতা প্রকট হয়েছে। ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত খেতাব জয় করতে আপাতত মরিয়া।

2023-09-17T06:14:27Z dg43tfdfdgfd