হাড্ডাহাড্ডি ক্রিকেট ম্যাচ যদি কিছু হয় তাহলে সেই তালিকায় উপরের দিকে থাকবে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ। ম্যাচের প্রথম থেকেই কঠিন পিচ পরীক্ষায় ফেলেছে দুই দেশের প্লেয়ারদের। একদিন আগে কলম্বোর পিচ যেরকম ছিল, একদিন পরেই সেই পিচে আমূল পরিবর্তন। প্লেয়ারদের ব্যক্তিগত পারফরম্য়ান্স এই পিচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে ভারত করেছিল ২১৩ রান। ভারতের ইনিংসে একাই ধস নামান দুনিথ ওয়েল্লালাগে। কিন্তু রান তাড়া করতে নেমে আরও খারাপ অবস্থা হয় শ্রীলঙ্কার।
হাড্ডাহাড্ডি এই ম্যাচ দেখে ক্রিকেট বিশ্ব যেখানে প্রশংসা করছে সেই সময়ই একটা খারাপ ছবি দেখা গেল ম্য়াচের। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে ম্য়াচের পর হাতাহাতিতে জড়িয়েছেন দুই দলের সমর্থকরা। গ্যালারির মধ্যেই সমর্থকদের হাতাহাতিতে জড়িয়ে পড়ার ঘটনা ঘটে। শ্রীলঙ্কার জার্সি পরা এক ব্যক্তি অপর এক ব্যক্তিকে মারধর করেন। এরপর বাকিরাও জড়িয়ে যান সেখানে। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হয়।
ম্য়াচে প্রথমে ব্যাট করতে নামে ভারত। তবে স্পিন সহায়ক পিচে পুরো সুবিধা নিতে থাকে শ্রীলঙ্কা। ভারতের ১০টা উইকেটের মধ্যে প্রতিটাই নেন শ্রীলঙ্কার স্পিনাররা। পাঁচটা উইকেট নেন শ্রীলঙ্কার তরুণ প্লেয়ার দুনিথ ওয়েল্লালাগে। তিনি ভারতের টপ অর্ডারকে ফেরান। চরিথ আসালঙ্কা নেন চারটে উইকেট। মহেশ ঠিকশানা একটি উইকেট নেন।
বল হাতে দাপট দেখানোর পর দুনিথ ব্যাট হাতেও দাপট দেখান। তিনি ভারতের পেস ও স্পিন আক্রমণে যখন শ্রীলঙ্কার প্লেয়াররা একে একে ফিরে যাচ্ছেন সেই সময় তিনি ৪২ রানের অপরাজিত ইনিংস খেলেন। এদিন ভারতের সবথেকে বিধ্বংসী প্লেয়ার কুলদীপ যাদবকে স্টেপ আউট করে বেশ কয়েকটি ছয় মারেন দুনিথ। ধনঞ্জয় ডি সিলভার সঙ্গে তিনি ৬৩ রানের পার্টনারশিপ তৈরি করেন। এই পার্টনারশিপটা ভাঙতে না পারলে সমস্যা হত ভারতের। ১৭২ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
এই ম্য়াচে জয়ের ফলে ভারত প্রবেশ করল এশিয়া কাপে ফাইনালে। সুপার ফোরের দুটো ম্য়াচেই জিতে ভারত সুপার ফোরে জায়গা করে নিল। এখন অপর একটি স্থানের জন্য লড়াই পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে। কারণ ভারতের ফাইনালে প্রবেশের ফলে এশিয়া কাপের লড়াই থেকে বেরিয়ে গেল বাংলাদেশ। তবে এই ম্যাচে টিম ইন্ডিয়ার লড়াই প্রশংসিত হয়েছে।
2023-09-13T05:09:44Z dg43tfdfdgfd