JASPRIT BUMRAH FATHER : বাবা হলেন জসপ্রীত বুমরাহ, কী নাম রাখলেন ছেলের?

ভারতীয় ক্রিকেট দলের তারকা পেস বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এক নয়া ইনিংস শুরু করলেন। বাবা হলেন টিম ইন্ডিয়ার এই স্পিডস্টার। জানা গিয়েছে, তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন (Sanjana Ganesan) সোমবার অর্থাৎ ৪ সেপ্টেম্বর সকালেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। বুমরাহ সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট 'এক্স' এবং ইনস্টাগ্রামে এই খুশির খবর শেয়ার করেছেন। এই খবর জানানোর পাশাপাশি তিনি ছেলের নামও ঠিক করে ফেলেছেন। বুমরাহ তাঁর ছেলের নাম অঙ্গদ জসপ্রীত বুমরাহ (Angad Jasprit Bumrah) রেখেছেন। জসপ্রীত বুমরাহ তাঁর প্রথম সন্তানের জন্মের জন্য এশিয়া কাপের মাঝপথেই দেশে ফিরে এসেছেন। সোমবার নেপালের বিরুদ্ধে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল।

প্রসঙ্গত, জসপ্রীত এবং সঞ্জনা ২০২১ সালে বিয়ে করেছিলেন। এর আগে তাঁরা বেশ কয়েকবছর একে অপরকে ডেটিং করেন। ক্রিকেট বিশ্বে সঞ্জনা গণেশনও যথেষ্ট পরিচিত একটি নাম। তিনি ক্রিকেট ম্যাচ প্রেজেন্টার হিসেবে বিভিন্ন সম্প্রচার সংস্থার হয়ে কাজ করেন।

তবে গত কয়েকমাস ধরেই প্রেগনেন্সির কারণে সঞ্জনাকে আর টেলিভিশনের পর্দায় দেখতে পাওয়া যাচ্ছিল না। বুমরাহের পাশাপাশি সঞ্জনা নিজেও ছবিটা নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন। লিখেছেন, 'আমাদের ছোট পরিবার এবার বড় হয়ে গেল। সেইসঙ্গে আমাদের হৃদয়ও। আমরা যতটা ভাবতেও পারিনি, তার থেকেও অনেক বেশি আমাদের ঝুলি পরিপূর্ণ হয়ে গিয়েছে। আজ সকালেই আমরা আমাদের ছেলে অঙ্গদ জসপ্রীত বুমরাহকে স্বাগত জানালাম।'

সেইসঙ্গে তিনি আরও লিখেছেন, 'আমরা দুজনেই খুব খুশি। আমাদের জীবনের এই নয়া অধ্যায় যা নিয়ে এসেছে, সেটার জন্য আমরা আর অপেক্ষা করতে পারছি না।'

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রবিবারই শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে এসেছিলেন জসপ্রীত বুমরাহ। এশিয়া কাপের মাঝপথেই আচমকা দেশে ফিরে আসার কারণে তৈরি হয়েছিল একাধিক জল্পনা। এই পরিস্থিতিতে কয়েকজন ভারতীয় ক্রিকেট সমর্থক তো আবার ক্ষোভে ফেটেও পড়েছিলেন। সকলের মুখে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে আচমকা বুমরাহ কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করলেন। অবশেষে প্রকাশ্যে এল বুমরাহের দেশে ফিরে আসার আসল কারণ।

খুব স্বাভাবিকভাবেই এমন একটি সুখবরের পর তিনি ভারত বনাম নেপাল ম্যাচ মিস করতে চলেছে। তবে আশা করা হচ্ছে, খুব তাড়াতাড়িই তিনি আবারও শ্রীলঙ্কায় ফিরে যাবেন। নেপালের বিরুদ্ধে আশা করা হচ্ছে, বুমরাহের পরিবর্তে মহম্মদ সামিকে ভারতীয় ক্রিকেট দলে সুযোগ দেওয়া হতে পারে। তবে সুপার ফোর রাউন্ডে বুমরাহ আবারও কামব্যাক করবেন।

2023-09-04T05:40:08Z dg43tfdfdgfd