KUNAL GHOSH ON EAST BENGAL: 'ইস্টবেঙ্গলের মায়াকান্নার অধিকার নেই', সমর্থকদের উপর হামলা নিয়ে পড়শি ক্লাবকে খোঁচা কুণাল ঘোষের

ডুরান্ড ফাইনাল হয়ে গেছে তারপর ২৪ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে। তবে বিতর্কের শেষ নেই। ডার্বি হারের পর লাল হলুদ সমর্থকদের আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইস্টবেঙ্গল কর্তারা। সাংবাদিক বৈঠক করে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, কাদাপাড়া অঞ্চলে আক্রান্ত হয়েছে লাল হলুদ সমর্থকদের একাংশ। এছাড়াও সমর্থকদের গাড়ি ভেঙে দেওয়া হয়েছে। প্রতিটা অভিযোগের তীর মোহনবাগানের দিকে। এই অভিযোগে মুখ্য়মন্ত্রীর দ্বারস্থা হবে ইস্টবেঙ্গল ক্লাব।

ডার্বিকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে বিবাদ নতুন নয়। অতীতে বহু ছবি দেখা গিয়েছে এই নিয়ে। তবে বর্তমানে এই সংষ্কৃতির পরিবর্তন দরকার। মোহনবাগান দিবসে AIFF প্রধান কল্য়াণ চৌবে কলকাতার সমর্থকদের কাছে আবেদন করেন ভালো ব্যবহার করতে। তিনি এইজন্য় বিদেশের সমর্থকদের থেকে শিখতে বলেন, বেঙ্গালুরুর সমর্থকদের উদাহরণ টানেন তিনি। কিন্তু তারপরেও সেই ছবির পরিবর্তন হয়নি। প্রথম ডার্বি জেতার ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ বিতর্কে জড়িয়েছিলেন আর পরের ডার্বি জেতার পর মোহনবাগান সমর্থকদের একাংশ বিতর্কে জড়ালেন।

সমর্থকদের মধ্যে এই গন্ডগোল নিয়ে ইস্টবেঙ্গলের অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুললেন মোহনবাগান ক্লাবের সহ সভাপতি কুণাল ঘোষ। একটি সোশাল মিডিয়া পোস্টে তিনি বলেন, ‘ডুরান্ড ফাইনালে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পর যুবভারতীর কাছাকাছি একটি অঞ্চলে ইস্টবেঙ্গলের কিছু সমর্থকের উপর যে হামলা, অসভ্যতা হয়েছে, তা নিন্দনীয়। এসব কোনো প্রকৃত মোহনবাগানীর সংস্কৃতি হতে পারে না। নিন্দা করছি।’

ঘটনার নিন্দা করলেও তিনি পাল্টা দেন ইস্টবেঙ্গলকে। বলেন, ‘এনিয়ে কোনো মায়াকান্নার অধিকার ইস্টবেঙ্গলের নেই। আটের দশকে ওই এলাকা সংলগ্ন স্থানেই আক্রান্ত হত মোহনবাগান সমর্থকরা। নিয়মিত বোতল, পাথর, বাঁশ মারা হয়েছে। একজনের চোখ ক্ষতিগ্রস্ত হয়েছিল। একজন ইস্টবেঙ্গল সমর্থকও নিন্দা করতে আসেনি। আমরা ভদ্র, আমরা মোহনবাগান। তাই 'দ্যাখ কেমন লাগে' না বলে নিন্দা করছি। ফুটবল মাঠেই থাকুক। এই গুন্ডামি আর অসভ্যতা চলতে পারে না। হ্যাঁ, এটা মোহনবাগানই বলতে পারে। আটের দশকের হামলার নিন্দা সেই গুন্ডাদের ক্লাবের কর্তারা করেনি।’

ডার্বির পর থেকে কর্তাদের মধ্যে কেউ যদি আক্রমণাত্মক হয়ে থাকেন তিনি কুণাল ঘোষ। কিছুটা টিপ্পনি মিশিয়ে তিনি কটাক্ষ করেছেন। যেমন ডার্বি জেতার পর তিনি লাল হলুদ সমর্থকদের উদ্দেশ্যে বলেছিলেন বাতেলা বন্ধ করতে। তেমনই তিনি জানিয়েছিলেন, কার্লোস কুয়াদ্রাতকে তুলে দেওয়া উচিত ছিল।

2023-09-04T18:41:03Z dg43tfdfdgfd