KYLIAN MBAPPE SALARY : টাকার পাহাড়ে ফুলছে ইউরোপিয়ান ফুটবল, 'লক্ষ্মীর ভাণ্ডার' এমবাপে-ডেম্বলদের

ফুটবল ম্যাচ নিয়ে গোটা বিশ্বেই যে চূড়ান্ত উন্মাদনা রয়েছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। এতদিন ইউরোপিয়ান ফুটবলে আর্থিক আতিশয্যে ভাসতেন লিওনেল মেসি এবং ক্রিস্তিয়ানো রোনাল্ডোর মতো কিংবদন্তী ফুটবলাররা। কিন্তু, সেই ছবিটা এখন অনেকটাই বদলে গিয়েছে। সৌদি প্রো লিগের উত্থানে ইউরোপিয়ান ফুটবল বেতনের নিরিখে এখন অনেকটাই সামনের সারিতে চলে এসেছে। মেসি কিংবা রোনাল্ডো ইউরোপিয়ান ফুটবলে না খেলায় এমবাপে, হ্যারি কেনদের পকেট মানি এখন অনেকটাই বেড়ে গিয়েছে। আসুন দেখে নেওয়া যাক, ইউরোপিয়ান ফুটবলে সর্বাধিক বেতনের নিরিখে প্রথম তিনটে স্থানে কে কে দাঁড়িয়ে রয়েছেন।

কিলিয়ান এমবাপে

এই তালিকায় সবার উপরে রয়েছেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপে। পিএসজি তাঁকে ধরে রাখার জন্য যে নাছোড় মনোভাব ব্যক্ত করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এমবাপেকে যে টাকায় মুড়ে দেওয়া হবে, সেটা যথেষ্টই প্রত্যাশিত। জানা গিয়েছে, এই ক্লাবের হয়ে এমবাপে নাকি প্রতি সপ্তাহে ১১,৮৩,৩২১ পাউন্ড উপার্জন করেন। ভারতীয় মুদ্রায় এই টাকার অঙ্কটা দাঁড়াবে প্রায় ১২ কোটি টাকার উপরে। ইতিপূর্বে রিয়াল মাদ্রিদ এবং আল হিলাল এমবাপেকে প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু, প্রতিবারই সেই প্রস্তাব নাকচ করেন তিনি।

ফ্রাঙ্ক ডি ইয়ং

এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার ডাচ ফুটবলার ফ্রাঙ্ক ডি ইয়ং। দ্বিতীয় স্থানে তিনি থাকলেও উপার্জনের নিরিখে এমবাপের তুলনায় অর্ধেক টাকা পান তিনি। একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, তিনি সপ্তাহে ৬,১৬,৩১৩ পাউন্ড উপার্জন করেন। ভারতীয় মুদ্রায় এই টাকার অঙ্কটা দাঁড়াবে প্রায় ৬ কোটি ৩৫ লাখ টাকার কাছাকাছি। প্রসঙ্গত, ২০২২ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে তাঁকে অফার দেওয়া হয়েছিল। মনে করা হচ্ছে, এই বিশাল টাকার জন্যই তিনি সেই অফার নাকচ করে দেন।

উসমান ডেম্বল

উসমান ডেম্বলকে ধরে রাখার জন্য মরিয়া চেষ্টা চালিয়েছিল বার্সেলোনা। কিন্তু, সেই প্রলোভনে তিনি পা বাড়াননি। সম্প্রতি গ্রীষ্মকালীন দলবদলে তিনি প্যারিস সাঁ জাঁ-য় যোগ দিয়েছেন। জানা গিয়েছে, এই নয়া ক্লাবে তিনি সপ্তাহে নাকি ৫,৯৭,৫৭৭ পাউন্ড অর্থাৎ ৬ কোটি ১৬ লাখ টাকার কাছাকাছি উপার্জন করেন। তবে প্যারিস সাঁ জাঁ-য় তিনি কতদিন থাকবেন, তা নিয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইউরোপীয় ফুটবলে সর্বাধিক বেতনের দিক থেকে এই ফুটবলার তৃতীয় স্থানে রয়েছেন।

2023-09-18T08:18:00Z dg43tfdfdgfd