LIVE | KOLKATA VS LUCKNOW SCORE : 'আদব সে জিত' কলকাতার, ঘরের মাঠে দুরমুশ লখনউ

আরও বেশি আপডেটসের জন্য রিফ্রেশ করতে থাকুন :

<১৫.৬ ওভারে ফিরলেন যুধবীর সিং। আবারও উইকেট নিলেন বরুণ চক্রবর্তী। ৭ বলে ৭ রানই করেন যুধবীর। যদিও একটা ছক্কা হাঁকিয়েছেন তিনি।

<১৩.৬ ওভারে ফিরলেন অ্যাস্টন টার্নার। বরুণ চক্রবর্তীর বলে তিনি কট অ্যান্ড বোল্ড হলেন। ৯ বলে ১৬ রান করেছেন টার্নার।

<১১.২ ওভারে ফিরলেন নিকোলাস পুরান। অফ স্টাম্পের বাইরে শর্ট অফ লেংথ বল করেন রাসেল। পুরান বলটা মারতে গেলে তা ব্যাটের কানায় লেগে কিপারের কাছে চলে যায়। সল্ট দুর্দান্ত একটা লাফ দেন। এবং মাথার উপর থেকে বলটা সংগ্রহ করলেন।

<৭.৩ ওভারে ফিরলেন লখনউ অধিনায়ক কেএল রাহুল। আবারও ক্যাচ নিলেন রমনদীপ সিং। হর্ষিত রানার বলে ডিপ পয়েন্টে তিনি রাহুলের সহজ ক্যাচ নেন। ২১ বলে ২৫ রান করলেন রাহুল। তিনটে বাউন্ডারি হাঁকালেন তিনি।

<১৯.৩ ওভারে কলকাতার ষষ্ঠ উইকেটের পতন হল। ফিরলেন দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার। যশ ঠাকুরের বলে কেএল রাহুলের হাতে ক্যাচ দিলেন শ্রেয়স। তবে যেভাবে ঝাঁপিয়ে পড়ে রাহুল ক্যাচটা ধরলেন, তাতে তাঁর অবশ্যই একটা আলাদা প্রশংসা প্রাপ্য।

<১৭.৬ ওভারে কলকাতা নাইট রাইডার্সের হৃদপিণ্ড কার্যত বন্ধ হয়ে গেল। নবীন উল হকের বলে মার্কাস স্টোয়েনিসের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রিঙ্কু সিং। ১১ বলে ১৬ রান করেন তিনি। এরমধ্যে জোড়া বাউন্ডারি রয়েছে।

<১৫.১ ওভারে ফিরলেন অঙ্গকৃশ রঘুবংশী। আইপিএল টুর্নামেন্টে প্রথমবার বল করতে নেমেই তিনি উইকেট শিকার করেন। উইকেটকিপার কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রঘুবংশী। তিনি ২৬ বলে ৩২ রান করেছেন। তিনটে বাউন্ডারি এবং একটা ছয় হাঁকালেন তিনি।

<১৪.২ ওভারে ফিরলেন আন্দ্রে রাসেল। এই ম্যাচে তিনি খুব একটা ভালো ব্যাট করতে পারলেন না। তবে নবীন উল হকের বলে অসাধারণ একটা ক্যাচ নিলেন পরিবর্ত ক্রিকেটার কৃষ্ণাপ্পা গৌতম। রাসেলকে এই ম্যাচে ৮ বলে ১২ রান করে ফিরে যেতে হল।

<৯.১ ওভারে বাউন্ডারি রবি বিষ্ণোইয়ের বলে হাঁকিয়ে হাফসেঞ্চুরি করলেন সুনীল নারিন। মাত্র ২৭ বলে তাঁর ব্যাট থেকে অর্ধশতরান বেরিয়ে আসে।

<৪.২ ওভারে কলকাতার প্রথম উইকেটের পতন। ফিরলেন ফিল সল্ট। নবীন উল হকের বলে উইকেটকিপার কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। এই ম্যাচে তিনি ১৪ বলে ৩২ রান করলেন।

<কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ

ফিল সল্ট, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী

  • ইমপ্যাক্ট প্লেয়ার : অনুকূল রয়, মণীশ পাণ্ডে, বৈভব অরোরা, শ্রীকর ভরত এবং শেরফান রাদারফোর্ড।

<Toss Update

লখনউ সুপার জায়ান্টস টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে।

এই ধরনের আরও খবর জানতে এই সময়ে আসুন। লেটেস্ট নিউজ, শহরের তাজা খবর, দেশের খবর, ব্যবসার খবর, খেলার আপডেট, দৈনিক রাশিফল এবং লাইফস্টাইলের টিপস জানুন। আর ভিডিয়োর জন্য রয়েছে TimesXP

2024-05-05T13:39:54Z dg43tfdfdgfd