MEHIDY HASAN MIRAZ : 'ভারতের বিরুদ্ধে জিতেছি, এটাই অনেক...', দেশে ফিরে মন্তব্য মিরাজের

চলতি এশিয়া কাপে বাংলাদেশের অভিযান আগেই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু, তাও শুক্রবার ভারতের বিরুদ্ধে তারা সম্মানরক্ষার ম্যাচ খেলতে নেমেছিল। কথায় আছে, সব ভালো যার, শেষ ভালো তার। তবে বাংলাদেশ ক্রিকেট দলের ক্ষেত্রে এই প্রবাদ কিছুটা উলটে গিয়েছে, বলা যেতেই পারে। আসলে গোটা টুর্নামেন্টে বাংলাদেশ একেবারে জঘন্য পারফরম্যান্স করেছে। এমনকী, এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডেও পরপর দুটো ম্যাচ হেরে ফাইনালের দরজা নিজেরাই বন্ধ করে দিয়েছিল। কিন্তু, সুপার ফোর রাউন্ডের রাউন্ডের শেষ ম্যাচে ভারতীয় ক্রিকেট দলকে তারা ৬ রানে হারিয়ে দিয়েছে। আর এই সান্ত্বনা পুরস্কার নিয়েই খুশি বাংলাদেশের ক্রিকেটাররা।

দেশে ফেরার পর বিমানবন্দরেই মেহদি হাসান মিরাজকে ঘিরে ধরেছিলেন সাংবাদিকরা। তাঁকে ২০২৩ এশিয়া কাপের অভিজ্ঞতা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি বললেন, 'গত ম্যাচে আমরা ভারতের বিরুদ্ধে জয়লাভ করেছি। এটা অবশ্যই বিশ্বকাপের আগে আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়ে দেবে। এই টুর্নামেন্টে ভারতই সবথেকে শক্তিশালী দল। আর ওদেরকেই আমরা হারাতে পেরেছি। এই জয় আমাদের পরবর্তী পর্যায়ে সাহায্য করবে। সামনেই তো বিশ্বকাপ আছে। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে জিতে আমরা সকলেই খুব খুশি।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'এশিয়া কাপের ফাইনালে ওঠার কোনও সম্ভাবনাই আমাদের ছিল না। তবে মনের মধ্যে এটুকু আশা ছিল, ভারতের বিরুদ্ধে জিততে পারলে আমাদের আত্মবিশ্বাসটা অনেকটাই বেড়ে যাবে। আমাদের সামনে এখন অনেক বড় ইভেন্ট রয়েছে। বিশ্বকাপ। যেহেতু এই টুর্নামেন্টের আসর ভারতে বসছে, তাই টিম ইন্ডিয়াকে হারাতে পেরে দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে গিয়েছে। শেষ ম্যাচে যেভাবে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার খেলেছে, তা এককথায় অভাবনীয়।'

তবে একটা বিষয় স্বীকার করতেই হবে যে এই টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেট দলের অধিকাংশ ক্রিকেটারই চোট পেয়েছেন। সেকারণে এই শেষ ম্যাচে একেবারে ভাঙাচোরা দল নিয়ে মাঠে নামতে হয় টাইগারদের। সিনিয়র ক্রিকেটারদের চোটের কারণে বেশ কয়েকজন নবাগত ক্রিকেটার ভারতের বিরুদ্ধে এই ম্যাচে সুযোগ পেয়েছিলেন। আর এই নতুন ক্রিকেটারদের নিয়েই ভারতের বিরুদ্ধে বাজিমাত করলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। দলের এই চোট প্রসঙ্গে মিরাজ বললেন, 'আমি চাই যে এই টুর্নামেন্ট চলাকালীন যে ক্রিকেটাররা চোট পেয়েছেন, তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। খেলা চলাকালীন চোট পেয়েছে শান্ত। আমরা সকলেই একেবারে হয়ে বিশ্বকাপে যেতে চাই।'

2023-09-16T11:29:38Z dg43tfdfdgfd