MOHAMMAD KAIF : 'রোহিতদের সেলাম', বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়াকে সেরা মানতে কেন নারাজ কাইফ?

World Cup Final 2023: সবরমতীর তীরে ইতিহাস অস্ট্রেলিয়ার। ষষ্ঠবারের জন্য বিশ্বচ্যাম্পিয়ান ক্যাঙারু ব্রিগেড। কিন্তু তার পরও প্যাট কামিন্সের টিমকে সেরা বলতে নারাজ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। উল্টে টিম ইন্ডিয়াকেই ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি।

রবিবার ম্যাচ হারার পর কাইফ বলেন, 'বিশ্ব চ্য়াম্পিয়ান অস্ট্রেলিয়াকে কখনই দুনিয়ার সেরা দল বলব না। এই টুর্নামেন্টে আমার চোখে সেরা টিম হল রোহিত ব্রিগেড। এটা সত্য়ি যে ফাইনালে ভারত হেরেছে। কিন্তু তার পরও বলব গোটা টুর্নামেন্ট জুড়ে অবিশ্বাস্য ক্রিকেট খেলেছে মেন ইন ব্লু।'

কী ভাবে অস্ট্রেলিয়া ফাইনাল জিতেছে, গতকাল তারও ব্যাখ্যা দেন কাইফ। 'টসে হেরে যাওয়ায় এই পিচে ভারতকে প্রথমে ব্যাট করতে হয়েছে। এরপর স্লোয়ার বাউন্সার দিয়ে টপ ও মিডল অর্ডারের ব্যাটারদের ফাঁসান অজি বোলাররা। ফলে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টিম ইন্ডিয়া। কম রানে রোহিতদের বেঁধে ফেলায় সেটা তাড়া করতে সুবিধা হয়েছে ক্যাঙারু ব্রিগেডের।' ম্যাচ শেষে বলেন কাইফ।

কিন্তু তা সত্ত্বেও রোহিত শর্মা ও তাঁর টিমের জন্য তিনি যে গর্বিত, তা জানাতে ভোলেননি ২০০৩-র দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ভারতীয় টিমের এই ক্রিকেটার। তাঁর কথায়, 'এবার যেভাবে ভারত খেলেছে তাতে গর্বে আমার বুক ফুলে গিয়েছে। রোহিত শর্মা ও তাঁর টিমকে স্যালুট করছি। একটা ফাইনাল তোমরা হেরেছ, এমনটা ক্রিকেটে হয়। কিন্তু তার পরও তোমরাই সেরা থেকে যাবে।'

উল্লেখ্য, ২০০৩-র বিশ্বকাপের ফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছিল ভারত। সেবার ক্যাঙারু ব্রিগেডের অধিনায়ক ছিলেন রিকি পন্টিং। ফাইনালে ১৪০ রানের লম্বা ইনিংস খেলেন তিনি। অনেকেই ভেবেছিলেন ২০ বছর আগের সেই ঘটনার বদলা নিতে পারবে ভারত। কিন্তু বাস্তবে তা হয়নি। এবার অবশ্য ফাইনালে শতরান করেন অজি ওপেনার ট্র্যাভিস হেড।

রবিবার ম্যাচ শেষের পর ২০০৩-র হারের প্রসঙ্গ তোলেন কাইফ। 'আমি বুঝতে পারছি রোহিত শর্মার মনের মধ্য়ে কী চলছে। আমরাও এটার মধ্যে দিয়ে গিয়েছে। ফাইনালে হারের যন্ত্রণা, সেই জানে যে এটার মধ্য়ে দিয়ে গিয়েছে।' ম্যাচ শেষে বলেন কাইফ।

প্রসঙ্গত, রবিবার প্রথমে ব্যাট করে অজিদের সামনে মাত্র ২৪১ রানের টার্গেট রাখে টিম ইন্ডিয়া। ম্যাচে অর্ধ শতরান করেন বিরাট কোহলি ও কে এল রাহুল। জবাবে খেলতে নেমে খুব দ্রুত তিনটি উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু তার পরই ম্যাচে ফেরেন হেড-লাবুসেনরা। মাত্র চার উইকেট হারিয়েই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

2023-11-20T04:09:00Z dg43tfdfdgfd