২০২৩ এশিয়া কাপের ফাইনাল ম্যাচে মহম্মদ সিরাজ দাপুটে পারফরম্যান্স করলেন। তাঁর বোলিং তাণ্ডবেই শ্রীলঙ্কা মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এশিয়া কাপের ফাইনাল ম্যাচে টিম ইন্ডিয়া লঙ্কান সিংহবাহিনীকে ১০ উইকেটে হারিয়ে দিয়েছেন। ইতিপূর্বে ভারতীয় ক্রিকেট ইতিহাসে বহু ফাস্ট বোলারই একাধিক রেকর্ড হয়ত কায়েম করেছেন। কিন্তু, সিরাজের মতো দুরমুশ বোধহয় কেউ করতে পারেননি। মাত্র ৯০ মিনিটেই তিনি একাধিক রেকর্ড ভেঙে দিয়েছেন। এই ম্যাচে সিরাজ মোট চারটে উইকেট শিকার করলেও এক ওভারেই তিনি চারটে উইকেট শিকার করেছেন। এটা যে সিরাজের স্বপ্নের স্পেল ছিল, তা নিঃসন্দেহে বলা যেতেই পারে। আর এটাই গোটা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
মহম্মদ সিরাজের এই সাফল্য দেখার পর রীতিমতো উচ্ছ্বসিত হয়ে উঠেছেন দেশের প্রখ্যাত শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা। হায়দরাবাদের এই পেস বোলারের প্রশংসা করতে তিনি বিন্দুমাত্র কুন্ঠা করলেন না। একটি টুইটে তিনি লিখেছেন, 'ইতিপূর্বে বিপক্ষ দলের জন্য আমরা কখনই এতটা খারাপ লাগেনি। দেখে মনে হচ্ছিল যেন কোনও অপ্রাকৃতিক শক্তি ওদের ওপর ভর করেছে। আর মহম্মদ সিরাজ, তুমি তো একেবারে মার্ভেল অ্যাভেঞ্জার।'
এই টুইটের রিপ্লাই করতে গিয়ে একজন নেট নাগরিক লিখেছেন, 'স্যার ওকে একটা এসইউভি উপহার দিন।'
জবাবে আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, 'ঠিক আছে, তাই হোক...।' ইতিপূর্বে ২০২১ সালে সিরাজকে আনন্দ মাহিন্দ্রা একটি 'থর' গাড়ি উপহার দিয়েছিলেন। প্রসঙ্গত, ভারতে এই গাড়ির দাম মোটামুটি সাড়ে ১৩ লাখ টাকার কাছাকাছি হবে।
টিম ইন্ডিয়ার তরুণ পেসারদের মধ্যে মহম্মদ সিরাজ যে ইতিমধ্যেই নিজের জন্য একটি স্বতন্ত্র জায়গা তৈরি করে নিয়েছেন, তা বলা যেতেই পারে। ২০২৩ এশিয়া কাপ ফাইনালেও সেই ঝলকটাই দেখতে পাওয়া গেল। এমনকী, ৫ উইকেট শিকার করার পর তিনি ক্রিস্তিয়ানো রোনাল্ডোর 'সিইইইউউউ' সেলিব্রেশন করেছিলেন।
এই ম্যাচের চতুর্থ ওভারে বল করতে এসেছিলেন সিরাজ। আর সেখানেই তিনি তাণ্ডব শুরু করেন। ওই ওভারে তিনি চারটে উইকেট শিকার করেছেন। চতুর্থ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১২ রান।
প্রথম বলেই তিনি পাথুম নিশঙ্কার উইকেট তুলে নেন। এরপর তৃতীয় এবং চতুর্থ বলে তিনি যথাক্রমে সাদিরা সমরবিক্রমা এবং চরিথ আশালঙ্কাকে আউট করে না। সমরবিক্রমা LBW আউট হন এবং আশালঙ্কা কভারে ক্যাচ আউট হন। এরপর ওভারের শেষ ডেলিভারিতে তিনি ধনঞ্জয় ডি সিলভাকেও ক্যাচ আউট করিয়ে দেন। পরের ওভারেই তিনি তুলে নেন শ্রীলঙ্কার অধিনায়ক শনকার উইকেট। মাত্র ১৬ বলে তিনি ৫ উইকেট শিকার করেন। সেইসঙ্গে তিনি সবথেকে দ্রুত ৫ উইকেট শিকারের ব্যাপারে শ্রীলঙ্কার প্রাক্তন পেসার চামিন্ডা ব্যাসের রেকর্ডও স্পর্শ করে ফেলেন।
2023-09-18T05:17:20Z dg43tfdfdgfd