ইতিমধ্যেই ইন্ডিয়ান সুপার লিগে কলকাতা ডার্বির দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আপনারা সকলেই জানেন যে, আগামী ২৮ অক্টোবর এই 'বড় ম্যাচ' আয়োজন করা হবে। কিন্তু, এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, সল্টলেক স্টেডিয়ামে নাকি এই ম্যাচের আয়োজন করা যাবে না। তবে শুধুমাত্র কলকাতা ডার্বিই নয়, আরও দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ চূড়ান্ত অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু, আচমকা এমন অনিশ্চয়তার কারণটা কি? আসলে ২৮ অক্টোবর গোটা রাজ্যে লক্ষ্মীপুজো পালন করা হবে। পাশাপাশি ওই দিনই আবার বিশ্বকাপ টুর্নামেন্টে ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডস বনাম বাংলাদেশ ম্যাচের আয়োজন করা হবে। এই পরিস্থিতিতে কলকাতা ডার্বি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রাজ্য ক্রীড়া দফতরের সচিব মুকেশ সিং জানিয়েছেন, আগামী ২৮ অক্টোবরের ডার্বি নিয়ে কলকাতার দুই প্রধান (মোহনবাগান এবং ইস্টবেঙ্গল) চিঠি দিয়েছে। এই বিষয়ে ক্রীড়া দফতরের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত প্রত্যেকটা দফতরেই ছুটি থাকবে। ফলে ওই সময় যুবভারতী ক্রীড়াঙ্গন দেওয়া সম্ভব হবে না। আর সেকারণেই পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। কারণ যদি মাঠই না পাওয়া যায়, তাহলে কলকাতা ডার্বি কোথায় আয়োজন করা হবে সেটাই প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে শুধুমাত্র কলকাতা ডার্বিই নয়, দুর্গাপুজোর সময় আরও দুই প্রধানের ম্যাচ রয়েছে। আগামী ২১ অক্টোবর অর্থাৎ সপ্তমীতে গোয়া এফসি'র বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। আবার ২৪ তারিখ অর্থাৎ দশমীর দিন AFC কাপে বসুন্ধরার বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। এই দুটো ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন হওয়ার কথা রয়েছে। ফলে এই দুটো ম্যাচও আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়েও যথেষ্ট জল্পনা শুরু হয়ে গিয়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি মরশুমে ইতিমধ্যেই মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব একে অপরের বিরুদ্ধে ডুরান্ড কাপে ২ বার মুখোমুখি খেলতে নেমেছে। প্রথমবার ইস্টবেঙ্গল মোহনবাগানকে ১-০ গোলে পরাস্ত করে। এই ম্যাচে গোল করেছিলেন লাল-হলুদ ব্রিগেডের তরুণ ফুটবলার নন্দকুমার শেখর। তবে ডুরান্ড ফাইনালে বদলা নেয় মেরিনার্সরা। তারা ইস্টবেঙ্গকে ১-০ গোলে পরাস্ত করে। গোলটি করেছিলেন দিমিত্রি পেত্রাতোস।
2023-09-17T03:00:36Z dg43tfdfdgfd