PAKISTAN CRICKET TEAM: ICC কর্তাকে সঙ্গে নিয়ে ক্য়াসিনোয় টাকা ওড়াচ্ছেন পাক কর্তা!

এশিয়া কাপ খেলতে বর্তমানে শ্রীলঙ্কাতে রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তারা এবার নিজেদের দেশে মাত্র দুটো ম্যাচ খেলতে পেরেছে। বাকি ম্য়াচগুলো আয়োজিত হচ্ছে শ্রীলঙ্কাতেই। সাধারণত দল কোনও দেশে ক্রিকেট খেলতে গেলে সেই দেশের ক্রিকেট কর্তা থেকে শুরু করে বাকি অনেকে দলের সঙ্গে যান। পাকিস্তান দলও তার ব্যতিক্রম নয়। এবার এশিয়া কাপে পাকিস্তান দলের সঙ্গে শ্রীলঙ্কায় গিয়েছেন PCB-র মিডিয়া ম্যানেজার উমর ফারুক কালসন। তবে তিনি সেখানে গিয়ে দলের সঙ্গে না থেকে ক্যাসিনোয় মেতে রইলেন।

এশিয়া কাপ চলাকালীন কলম্বোর একটি ক্যাসিনোতে দেখা গেল পাকিস্তানের মিডিয়া ম্যানেজার উমর ফারুখ কালসন ও ICC-র জেনারেল ম্যানেজার আদনান আলিকে। এদের একটি ক্যাসিনোতে দেখা যাওয়ার পর তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ICC।

কিছুদিন আগে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তে থাকে টুইটারে। যেখানে দেখা যায়, একটি ক্যাসিনোতে কয়েকজন গিয়ে বাজি লড়ছেন। সেই ভিডিয়োতে নজরে পড়ে ICC-র দুর্নীতিদমন শাখার। এরপরই তারা তদন্ত শুরু করে। কারণ ICC-র নিয়ম অনুযায়ী, কোনও বোর্ড কর্তা বা অ্যাসোসিয়েশনের কোনও সদস্য এই ধরনের জুয়ার সঙ্গে যুক্ত হতে পারেন না।

তদন্ত শুরু হওয়ার পর কালসন ও আলি জানান, তাঁরা ক্যাসিনোতে গেলেও সেখানে গিয়ে তাঁরা খেলেননি। বদলে তাঁরা সেখানে রাতের খাবার খেয়েছেন। রেস্তরাঁর পক্ষ থেকেও তা নিশ্চিত করা হয়েছে বলে খবর। তবে তাদের এই দাবি মানতে নারাজ ক্রিকেটে বিশেষজ্ঞরা। এক ক্রিকেট বিশেষজ্ঞ বলেন, ‘ওরা কাকে বোকা বানাচ্ছেন? কে ক্যাসিনোতে খাবার খেতে যায়। যারা ক্যাসিনোতে যায় তারা জুয়া খেলতে যায় এবং তারপর কিছু খায়। তবে ওদের এই যুক্তি কেউ মানবে না।’

দুই কর্তার এই কাজ নিয়ে হতাশ অনেকেই। তাদের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি কেউ কেউ। কী করে একটা টুর্নামেন্টের সময় দুই কর্তা এই ধরনের কাজ করতে পারেন তা জানতে চান অনেকেই। সমর্থকদের কেউ কেউ জানান, পাকিস্তান ক্রিকেটে এই ছবি নতুন না। ২০১৫ সালের বিশ্বকাপের সময় পাকিস্তানের প্রধান নির্বাচক মইন খান নিউ জিল্য়ান্ডের ক্যাসিনোতে গিয়েছিলেন। ধরা পড়ার পর তাঁকে সরিয়ে দেওয়া হয়। সেই সময় মইন খান জানিয়েছিলেন তিনি ডিনার করতে গিয়েছিলেন। তাঁর যুক্তি উড়িয়ে দিয়ে চাকরি থেকে সরিয়ে দেয় PCB।

2023-09-13T06:54:50Z dg43tfdfdgfd