PAKISTAN CRICKETER JAIL: ডাচ সাংসদকে খুনের হুমকি, জেল প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের

পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক খালিদ লতিফকে ১২ বছরের কারাদন্ডের নিদান দিল নেদারল্যান্ডের এক আদালাত। ডাচ নেতা গির্ট ওয়াইল্ডার্সকে খুনের হুমকি দিয়েছিলেন তিনি। গত সোমবার তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়। খালিদ লতিফ পাকিস্তান ক্রিকেট দলকে ২০১০ সালের এশিয়ান গেমসে নেতৃত্ব দিয়েছিলেন।

কী কারণে দোষী সাব্যস্ত তিনি?

কিছুদিন আগে ওয়াইল্ডার্স একটি প্রতিযোগীতার আয়োজনের ঘোষণা করেন। যেটার ফলে ধর্মবিশ্বাসে আঘাত লাগে অভিযোগ করেন খালিদ লতিফ। প্রতিযোগিতা আয়োজন করা গির্ট ওয়াইল্ডার্সের মাথায় দাম ঘোষণা করেন খালিদ লতিফ। তিনি জানান, যে ওয়াইল্ডার্সকে খুন করতে পারবে তাদের ২১ হাজার ইউরো দেওয়া হবে। অর্থাৎ, ডাচ সাংসদের মাথার দাম ঘোষণা করে দেন তিনি।

এই ঘটনাটি ঘটে ২০১৮ সালে। তিনি একটি ভিডিয়ো পোস্ট করে মাথার দাম ঘোষণা করেন। এরপর থেকে তদন্ত শুরু হয় তাঁকে নিয়ে। তবে তদন্তের সময় তাঁলর নাম সামনে আনেনি নেদারল্যান্ডস সরকার। তারা খালিদ লতিফকে পাকিস্তানি ক্রিকেটার হিসেবে সম্বোধন করেছিলেন। পরে খালিদ লতিফের নাম জানানো হয়।

তাঁকে শাস্তি দেওয়া বিচারক জি ভারবিক বলেন, ‘এটা নিয়ে বেশি চিন্তা করতে হবে না যে বিশ্বের একপ্রান্ত থেকে কেউ মিস্টার ওয়াইল্ডার্সের মাথা নিতে চাইবে। অভিযুক্ত ব্যক্তিও নিজে এ বিষয়টা জানেন এবং তবে ওয়াল্ডার্সকে হত্যার পেছনে এটি উসকানি হিসেবে কাজ দিতে পারে। লতিফের ভিডিওটি কেবল ব্যক্তিগতভাবে ওয়াইল্ডার্সের উপর আক্রমণ নয়, নেদারল্যান্ডসের বাকস্বাধীনতার ওপরও আঘাত।’

খালিদ লতিফ বর্তমানে পাকিস্তানে রয়েছে। ২০১৮ সালে তিনি ভিডিয়ো তৈরি করার পর তাঁকে নেদারল্যান্ডসে ডাকা হয়েছিল। কিন্তু তিনি ধরা দেননি। একাধিকবার তাঁকে হাজিরা দিতে বলা হলেও তিনি হাজির হননি। এবার তাঁকে শাস্তি দিয়ে আন্তর্জাতিক ওয়ারেন্ট দেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এই বিষয়ে পাকিস্তানের প্রশাসনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

খালিদ লতিফের নেতৃত্বে ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেবার বাংলাদেশে আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। এরপর তিনি ২০১০ সালে আয়োজিত এশিয়ান গেমসেও পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন লতিফ। ২০১৯ সালে তাঁকে সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। পাকিস্তান সুপার লিগে তিনি ম্যাচ ফিক্সিং করেছিলেন। ধরা পড়ার পর তাঁকে ক্রিকেট থেকে পুরোপুরি ব্যানড করা হয়।

2023-09-13T10:10:09Z dg43tfdfdgfd