PAKISTAN NATIONAL CRICKET TEAM: এশিয়া কাপে হারের থেকে শিক্ষা, বিশ্বকাপ খেলতে তড়িঘড়ি ভারতে পাকিস্তান!

অনেক টালবাহানার পর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার অনুমতি পেয়েছে পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ড বিশ্বকাপের জন্য ভারতে খেলতে আসতে প্রথমে আপত্তি জানালেও পরে তারা সম্মতি দেয়। এরপর পাকিস্তান সরকার অনুমতি দেয় ভারতে খেলার জন্য। এশিয়া কাপের ব্যর্থতার পর এবার বিশ্বকাপকে পাখির চোখ করে এগোতে লাগল পাকিস্তান। জানা গিয়েছে চলতি মাসেই ভারতে আসবেন বাবর আজমরা। ভারতের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই এই আগমণ বলে জানা গিয়েছে।

তবে আসার আগে ভাবাচ্ছে ভিসা সমস্যা। যদিও ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ভিসা নিয়ে কোনও সমস্যা হবে না। পাকিস্তানের প্লেয়ারদের ভিসা দেওয়া হবে। তবে সেটা নিয়েই ভাবছে পাকিস্তান দল। সূত্রের খবর, ভিসার সমস্যা হবে না জেনেই পরিকল্পনা করছে পাকিস্তান। ফলে ২৫ সেপ্টেম্বর পাকিস্তান দল দুবাই যাবে, সেখান থেকে তারা ভারতে পা দেবে। সরাসরি হায়দরাবাদে নামবে তারা। পাকিস্তান থেকে রওনা দেওয়ার ২ দিন পর পাকিস্তান দল আসবে ভারতে।

৬ অক্টোবর নেদারল্যান্ডের বিরুদ্ধে রয়েছে পাকিস্তানের ম্যাচ। এটাই তাদের প্রথম ম্যাচ। তার আগে পাকিস্তান দুটো প্রস্তুতি ম্য়াচ খেলবে। ২৯ সেপ্টেম্বর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ও ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ১৪ অক্টোবর রয়েছে ভারত পাকিস্তান ম্যাচ।

সম্প্রতি এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। প্রথমে ভারতের কাছে হার আর এরপর শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিয়েছে তারা। অথচ বাকি দলগুলোর থেকে এবার পাকিস্তান সবথেকে বেশি প্রস্তুতি নিয়েছিল। এশিয়া কাপের আগে তারা তিন মাস শ্রীলঙ্কাতে ছিল প্রস্তুতির জন্য। লঙ্কান প্রিমিয়ার লিগ খেলা হোক বা আফগানিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ হোক। তবে এই আগাম প্রস্তুতি কাজে লাগেনি তাদের।

এবার এশিয়া কাপের লড়াই থেকে বাংলাদেশের এই বিদায়ে মোটেই খুশি হননি বাবর আজম। বিশেষ করে নাসিম শাহ ও হ্যারিস রউফের চোটের ফলে বাকি বোলারদের মধ্যে সেই লড়াই দেখা যায়নি। এই কারণে বাবর আজমের সঙ্গে শাহিন আফ্রিদির কথা কাটাকাটি হয় বলেও জানা গিয়েছে। এবার এশিয়া কাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে যাত্রা শুরু করেছিল পাকিস্তান। কিন্তু তারা পরাস্ত হয়। শাদাব খান, ফখর জামানের মত দলের সিনিয়র প্লেয়াররা হতাশাজনক পারফরম্য়ান্স করেন। বিশ্বকাপের আগে এই সমস্যাগুলো মিটিয়ে নিতে চায় পাকিস্তান।

2023-09-17T10:16:06Z dg43tfdfdgfd