RAIN IN INDIA VS PAKISTAN : ৯৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা, আদৌ মাঠে নামতে পারবেন বিরাট-বাবররা?

চলতি এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। পাল্লেকল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচের জন্য গোটা ক্রিকেট বিশ্ব অধীর আগ্রহে অপেক্ষা করছে। যদিও সমর্থকদের জন্য খুব একটা ভালো খবর নেই। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে, এই ম্যাচ চলাকালীন অর্থাৎ ২ সেপ্টেম্বর পাল্লেকল স্টেডিয়ামে ঝমঝমিয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, এই অতিবর্ষনের কারণে ম্যাচই না বন্ধ হয়ে যায়।

অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে, সারাদিন মোট ৯৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, বিকেল গড়িয়ে রাতের দিকে ৮৭ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় অনুসারে বিকেল পাঁচটা থেকে রাত ১১টা পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বলে জানা গিয়েছে। এই ম্যাচটি স্থানীয় সময় অনুসারে দুপুর ২টো থেকে শুরু হবে। আর চলবে রাত ১১টা পর্যন্ত। ভারতীয় সময় অনুসারে, এই ম্যাচটি বেলা তিনটে থেকে শুরু হবে। আর টস তার আধঘণ্টা আগে অর্থাৎ দুপুর আড়াইটের সময় হবে। বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিও ব্যবহার করা হতে পারে।

কেমন থাকবে পাল্লেকলের আবহাওয়া?

সবার আগে যদি শনিবারের ওয়েদার নিয়ে আলোচনা করতে হয়, তাহলে ২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ ৩৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের ২ ঘণ্টায় সেটা বেড়ে ৩৯ থেকে ৪৯ শতাংশ হবে। সন্ধ্যা ৬টা থেকে ৬৪ শতাংশ বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাত ৮টার পর ৫০ শতাংশ বৃষ্টিপাত এবং পরের তিন ঘণ্টায় ৬০ শতাংশেরও বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি এই রিপোর্টে ভরসা করা যায়, তাহলে ১০০ শতাংশ ম্যাচ কখনই আয়োজন করা যাবে বলে মনে হচ্ছে না। সবথেকে বেশি চিন্তার কারণ সন্ধ্যাবেলা। কারণ ওই সময় ৬০ শতাংশেরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ২০ ওভার করেও ম্যাচ খেলানো যায় কি না, সেটাই আপাতত দেখা হচ্ছে।

যদি ম্যাচ চলাকালীন বৃষ্টি হয়, তাহলে দুটো দলকেই কমপক্ষে ২০ ওভার করে খেলতে হবে। যদি ম্যাচের প্রথম ইনিংসেই বৃষ্টি হয়, তাহলে গোটা ম্য়াচ বাতিল করে দেওয়া হবে। যদি বৃষ্টি দ্বিতীয় ইনিংসের ২০ ওভারের পর থেকে হয়, তাহলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতি ব্যবহার করা হবে এবং ম্যাচের ফলাফল নির্ধারণ করা হবে। আর যদি বৃষ্টিতে গোটা ম্যাচটাই ভেসে যায়, তাহলে দুটো দলই একটি করে পয়েন্ট পাবে।

2023-09-02T02:21:25Z dg43tfdfdgfd