চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারতীয় ক্রিকেট দল। টানা ১০ ম্যাচে তারা জয়লাভ করেছে। কিন্তু, ফাইনালে এসেই হোঁচট খেতে হল ভারতীয় ক্রিকেট দলকে। গোটা টুর্নামেন্ট জুড়ে ফাটাফাটি পারফরম্যান্স করার পরও কেন ফাইনালে ব্রেকডাউন হল টিম ইন্ডিয়ার? ম্যাচের শেষে সেই কারণটাই জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।
তিনি বললেন, 'ফলাফল আমাদের পক্ষে আসেনি। কারণ আজকের এই দিনটায় আমরা ভালো খেলতে পারিনি। তবে গোটা দল নিয়ে আমি খুব গর্বিত। এমন ফলাফল একেবারেই প্রত্যাশিত ছিল না। আরও যদি ২০-৩০ রান আমরা করতে পারতাম, তাহলেই এই ম্যাচটা জিতে ফেলতাম। কিন্তু, সেটা আর হল না।'
রোহিতের কথায়, 'আমি মনে করি যখন কেএল এবং বিরাট ব্যাট করছিল, তখন ভেবেছিলাম যে দলের স্কোর অন্তত ২৭০ থেকে ২৮০ রান স্পর্শ করতে পারবে। কিন্তু, তারপর আমরা একের পর এক উইকেট হারাতে শুরু করি। কিন্তু, তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া যেভাবে বড় পার্টনারশিপ গড়ল, সেটা সত্যিই প্রশংসনীয়।'
সবশেষে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বললেন, '২৪০ রান করার পর আমরা চেয়েছিলাম যে দ্রুত কিছু উইকেট তুলে নিতে। কিন্তু, ট্রাভিস হেড এবং মারনাস লাবুশেন যাবতীয় কৃতিত্ব কেড়ে নিয়ে গেল। ওরাই কার্যত আমাদের হাত থেকে ম্যাচটা কেড়ে নিয়ে যায়। আমি আগে থেকেই জানতাম কৃত্রিম আলোয় এই উইকেটে ব্যাট করা অনেক সহজ হবে। কিন্তু, এটাকে কোনও অজুহাত হিসেবে আমরা দেখাব না। আমরা ভালো করে ব্যাট করতে পারিনি। তবে অস্ট্রেলিয়ার দুই ব্যাটারকে যাবতীয় কৃতিত্ব দিতেই হবে। এই পার্টনারশিপের কারণেই আজ আমাদের এই ম্যাচে হারতে হল।'
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ফাইনাল ম্য়াচে অস্ট্রেলিয়া ক্রিকেট দল টস হেরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এই ম্যাচে টিম ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে ২৪০ রান করে। বিরাট কোহলি এবং কেএল রাহুলের হাফসেঞ্চুরি ছাড়া আর কেউ সেভাবে বড় রান করতে পারেননি। শ্রেয়স আইয়ার কিংবা শুভমান গিলের মতো তারকা ব্যাটাররা নার্ভাস ব্রেক ডাউনের কারণে দ্রুত প্যাভিলিয়নে ফিরে যান। পাশাপাশি ভারতীয় স্পিনাররাও এই ম্যাচে একেবারেই ভেলকি দেখাতে পারেননি। সামি একটা এবং বুমরাহ দুটো উইকেট শিকার করেছেন। ১২ বছর পর বিশ্ব জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েও অবশেষে খালি হাতেই ফিরতে হল ভারতকে।
2023-11-19T18:08:22Z dg43tfdfdgfd