ROHIT SHARMA PASSPORT : দেশে ফেরার তাড়া, পাসপোর্টই ভুলে গেলেন রোহিত! শর্মা'জির কাণ্ডে 'হাততালি' বিরাটদের

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা কখন-কী ভুলে যান, সেটা স্বয়ং ঈশ্বরও বোধহয় টের পান না। বেশ কয়েকবছর আগে একটি ইন্টারভিউতে বিরাট কোহলি বলেওছিলেন যে রোহিত শর্মা যখন-তখন ভুলে যেতে পারেন। চলতি বছর জানুয়ারি মাসে রোহিত শর্মা টস করার পর ভুলে গিয়েছিলেন যে তিনি ব্যাটিং নেবেন না বোলিং। কয়েক সেকেন্ড চিন্তা করার পর তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান। এবার ২০২৩ এশিয়া কাপের শেষে আরও একবার রোহিত শর্মার 'গজনী' অবতার দেখতে পাওয়া গেল।

পাসপোর্ট নিতেই ভুলে গেলেন রোহিত শর্মা

মুম্বইয়ের এই ক্রিকেটার গতকাল রাতেই কলম্বো থেকে রওনা দিলেন। অধিনায়ক রোহিত শর্মা সকলের শেষে বাস চড়েন। ঠিক সেইসময় তাঁর মনে পড়ে যে নিজের পাসপোর্ট নিতেই তিনি ভুলে গিয়েছেন। সতীর্থ ক্রিকেটাররা যখন গোটা ব্যাপারটা জানতে পারেন, তাঁরা হাততালি দিতে শুরু করেন। এই পরিস্থিতিতে রোহিত শর্মা কার্যত হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন। এরপর দলের সাপোর্ট স্টাফের একজন সদস্য তাঁকে পাসপোর্ট এনে দেন। শেষপর্যন্ত বাস রওনা দেয়।

ভারতকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করলেন রোহিত

রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল এই নিয়ে দ্বিতীয়বার এশিয়া কাপের খেতাব জয় করল। ২০১৮ সালে বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক ছিলেন। কিন্তু, তিনি এশিয়া কাপ খেলতে যাননি। সেইসময় রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়া কাপ খেলতে গিয়েছিল। ফাইনালে বাংলাদেশকে হারিয়ে ভারতীয় ক্রিকেট দল সেইবার খেতাব জয় করেছিল। আর এবার শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এই টুর্নামেন্টে জয়লাভ করেছে।

পরের মাসেই বিশ্বকাপ

আগামী মাসেই আবার ২০২৩ ওডিআই ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করা হচ্ছে। এবার বিশ্বকাপের আসর ভারতে বসতে চলেছে। ২০১১ সালে ভারত শেষ একদিনের ক্রিকেট বিশ্বকাপ জয় করেছিল। ২০১৩ সালে তারা শেষবার আইসিসি ট্রফি জয় করে। ভারতীয় ক্রিকেট সমর্থকেরা আশা করছেন, এবার হয়ত রোহিত শর্মার নেতৃত্বে ২০১১ সালের সেই কৃতিত্বের পুনরাবৃত্তি ঘটাতে পারে ভারতীয় ক্রিকেট দল। তবে বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওডিআই সিরিজ খেলবে। আগামী ৮ অক্টোবর থেকে বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই তাদের খেলতে হবে।

2023-09-18T10:47:57Z dg43tfdfdgfd