SHAHEEN AFRIDI: টিম ইন্ডিয়ার কাটা ঘায়ে নুনের ছিটে! ফাইনাল হারতেই খোঁচা পাক ক্যাপ্টেন শাহিনের

World Cup Final 2023: ভারতকে হারিয়ে ফের একবার বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়া। ঘরের মাঠে ট্রফি ছোঁয়ার স্বপ্ন অধরাই থেকে গেল রোহিত-বিরাটদের। ম্যাচ হারতেই এই নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না পাক অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। পাশাপাশি, অস্ট্রেলিয়াকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি।

সোমবার ভোররাতে ভারতের হার নিয়ে এক্স হ্যান্ডেলে (আগে নাম ছিল টুইটার) কটাক্ষ ছুড়ে দেন সদ্য় পাকিস্তান টিমের দায়িত্ব নেওয়া শাহিন আফ্রিদি। সেখানে তিনি লেখেন, 'বিশ্ব চ্যাম্পিয়ান হওয়ার জন্য অস্ট্রেলিয়াকে অনেক অনেক শুভেচ্ছা। ফাইনালে অবশ্যই ভালো টিম হিসেবে খেলেছে ক্য়াঙারু ব্রিগেড।'

এর পরই টিম ইন্ডিয়ার প্রসঙ্গ তোলেন পাক ক্যাপ্টন। 'ভারতের দুর্ভাগ্য যে তাঁরা টুর্নামেন্ট জিততে পারল না। কিন্তু ওরা গোটা টুর্নামেন্ট দুর্দান্ত খেলেছে।' সোশাল মিডিয়ার পোস্ট লেখেন শাহিন শাহ আফ্রিদি।

পাক অধিনায়কের পাশাপাশি ফাইনালে টিম ইন্ডিয়ার পারফরম্যান্সের কড়া সমালোচনা করেন শাহিদ আফ্রিদিও। প্রাক্তন মারকুটে পাক ব্যাটার বলেন, 'অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরেই ফাইনালে ডুবেছেন বিরাট-রোহিতরা।' উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে একটাও ম্যাচ না হেরে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া।

রবিবারের ফাইনাল বিশ্লেষণে পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শো-তে উপস্থিত ছিলেন বুম বুম আফ্রিদি। সেখানেই ম্যাচে ভারতের ভুলগুলি চোখে আঙুল দিয়ে তুলে ধরেন তিনি। '১০টি ম্যাচের একটাও হারেনি ভারত। যাকে সামনে পেয়েছে একেবারে উড়িয়ে ফাইনালে গিয়েছে টিম ইন্ডিয়া। আপনি যখন জিততেই থাকবেন, তখন কিন্তু আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে। আর সেখানেই ভুল হওয়ার সম্ভাবনা বেশি।' অনুষ্ঠান বলেন আফ্রিদি।

যদিও প্রাক্তন ও বর্তমান পাক ক্রিকেটারদের এই খোঁচা মানতে নারাজ মহম্মদ কাইফ। বিশ্ব চ্য়াম্পিয়ান অস্ট্রেলিয়াকে সেরা বলছেন না তিনি। 'এই টুর্নামেন্টে ভারত যে ক্রিকেটটা খেলেছে তা অবিশ্বাস্য। রোহিত ও তাঁর টিমকে সেলাম। অস্ট্রেলিয়া বিশ্বের সেরা দল এটা কখনই মানব না।' ম্যাচ শেষে বলেন কাইফ।

উল্লেখ্য, ২০০৩-র দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে যাওয়ায় ট্রফি হাতছাড়া হয় ভারতের। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন সেই টিমের সদস্য ছিলেন কাইফ। ফাইনালে অবশ্য কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল তাঁকে। অন্যদিকে সেবারের ফাইনালে শতরান করেন অজি ক্যাপ্টেন রিকি পন্টিং।

রবিবার টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ক্যাঙারু ক্যাপ্টেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার সামনে মাত্র ২৪১ রানের লক্ষ্যমাত্রা রাখেন রোহিতরা। জবাবে খেলতে নেমে ৪৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অজিরা।

2023-11-20T05:54:10Z dg43tfdfdgfd