SHRADDHA KAPOOR ON MOHAMMED SIRAJ : 'সিরাজকেই জিজ্ঞেস করুন...', আগুন পারফরম্যান্স দেখে সপাট প্রশ্ন শ্রদ্ধার

রবিবার কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐতিহাসিক জয়লাভ করল ভারতীয় ক্রিকেট দল। এই নিয়ে টিম ইন্ডিয়া অষ্টমবার এশিয়া কাপের (Asia Cup 2023) খেতাব জয় করেছে। প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ৫০ রানেই অলআউট হয়ে যায়। এরপর ভারতীয় ক্রিকেট দল ৬.১ ওভারে বিনা উইকেটে কাঙ্খিত লক্ষ্য হাসিল করে নেয়। তবে ভারতীয় ক্রিকেট দলের এই জয়ের পিছনে যাঁর অবদান সবথেকে বেশি, তিনি আর কেউ নন; টিম ইন্ডিয়ার তরুণ পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। এই ম্যাচে সিরাজ ৭ ওভারে ২১ রান দিয়ে শ্রীলঙ্কার ৬ ব্যাটারকে আউট করে দেন।

সিরাজের উপর বেজায় খাপ্পা শ্রদ্ধা কাপুর

মহম্মদ সিরাজের এহেন বোলিং দেখার পর রীতিমতো খাপ্পা হয়ে গিয়েছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তিনি নিজের ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, 'এবার সিরাজকেই জিজ্ঞেস করুন যে এই ফাঁকা সময়টা আমরা কী করব?' রবিবার গোটা দেশের মতোই টেলিভিশনের পর্দায় ভারতীয় ক্রিকেট ম্যাচে চোখ রেখেছিলেন শ্রদ্ধা কাপুর। ভেবেছিলেন, এই ম্যাচ দেখেই রবিবাসরীয় সন্ধ্যাবেলা কাটিয়ে দেবেন। কিন্তু, সিরাজের বোলিং দাপটে ১০০ ওভারের ম্যাচ মাত্র ২২ ওভারেই শেষ হয়ে যায়। ১৬ ওভারেই শ্রীলঙ্কার গোটা ইনিংস গুটিয়ে যায়।

এক ওভারেই সিরাজের ৪ উইকেট

মহম্মদ সিরাজ এই ম্যাচের এক ওভারেই ৪ উইকেট শিকার করেন। শ্রীলঙ্কার চতুর্থ ইনিংস তথা সিরাজের দ্বিতীয় ওভারে সিরাজ বল করতে এসেছিলেন। এই ওভারের প্রথম ডেলিভারিতেই তিনি পাথুম নিশঙ্কাকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। এরপর তৃতীয় বলে সাদিরা সমরবিক্রমাকে LBW করেন এবং চতু্র্থ বলে ফেরত পাঠান চরিথ আশালঙ্কাকে। ওভারের শেষ বলে তিনি ধনঞ্জয় ডি সিলভার উইকেটও তুলে নেন। প্রথম ভারতীয় বোলার হিসেবে তিনি এক ওভারে ৪ উইকেট তুলে নিলেন।

১৬ বলে ৫ উইকেট

একদিনের ক্রিকেটে এক ওভারে ৪ উইকেট শিকারি হিসেবে ক্রিকেট বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছেন। আর একইসঙ্গে তিনি সবথেকে দ্রুত ৫ উইকেট শিকারের রেকর্ডও স্পর্শ করেছেন। সিরাজ মাত্র ১৬ বলে ৫ উইকেট শিকার করেন। এই পরিসংখ্যানে শ্রীলঙ্কার জোরে বোলার চামিন্ডা ব্যাসের রেকর্ড স্পর্শ করলেন তিনি। আসন্ন একদিনের ক্রিকেট বিশ্বকাপে তিনি কেমন পারফরম্যান্স করেন, সেই দিকেই আপাতত ভারতীয় ক্রিকেট সমর্থকেরা তাকিয়ে রয়েছেন।

2023-09-18T10:47:58Z dg43tfdfdgfd