যেমন কথা ছিল, ঠিক তেমনটা মেনেই কাজ হল। শনিবার স্যান্টিয়াগো বার্নাব্যুতে পা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ভারতীয় সময় অনুসারে বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তিনি রিয়াল মাদ্রিদ স্টেডিয়ামে আসেন। প্রথমে তিনি রিয়াল মাদ্রিদের মিউজিয়ামটা ঘুরে দেখেন। ক্লাবের বিভিন্ন ট্রফি এবং মূল্যবান সামগ্রী নিয়ে বিভিন্ন প্রশ্নও খুঁটিয়ে খুঁটিয়ে করলেন তিনি। এরপর তিনি মাঠের গ্যালারিতে আসেন। সেখানে কিছুক্ষণ বসলেন তিনি। সঙ্গে আবার সৌরভকেও ডেকে নেন। বাংলার ফুটবলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্প্যানিশ সফর যথেষ্ট ফলপ্রসূ হচ্ছে, তা নির্দ্বিধায় বলা যেতেই পারে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায়ের চলতি স্পেন সফর বেশ কয়েকটি দিক থেকে গুরুত্বপূর্ণ। এই সফরের আশু লক্ষ্য বাংলায় লগ্নি টানা হলেও, বাংলার ফুটবলের উন্নয়নে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারমধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল লা লিগার সঙ্গে একটি মউ চুক্তি স্বাক্ষর। এই চুক্তি অনুসারে লা লিগা বাংলায় একটি ফুটবল অ্যাকাডেমি গড়ে তুলবে। আর বাংলার ফুটবলে বিনিয়োগ করবে বলেও জানা গিয়েছে। গত বৃহস্পতিবার বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'আপনাদের জমি নিয়ে কোনও সমস্যা হবে না। শুধুমাত্র বাংলা থেকে মেসি-রোনাল্ডোর মতো ফুটবলার তুলে আনুন।' পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই বৈঠকের পর বাংলার ফুটবল নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত লা লিগা প্রেসিডেন জাভিয়ের তেভাস। তিনি স্পষ্ট জানিয়ে দেন, গোটা ভারতবর্ষের মধ্যে বাংলাতেই সবথেকে বেশি ফুটবল সমর্থক রয়েছেন। সেকারণে বাংলাতেই তাঁরা বিনিয়োগ করতে আগ্রহী।
যাইহোক, এবার রিয়াল মাদ্রিদের কথায় ফিরে আসা যাক। সম্প্রতি স্যান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ নতুন করে ঘরের মাঠ সাজিয়ে তুলেছে। ইতিমধ্যে তারা এই নয়া মাঠে ম্যাচও (সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে) খেলে ফেলেছে। এই নয়া স্টেডিয়ামের একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। স্টেডিয়ামের ছাদ প্রয়োজনমতো বন্ধ করা যায়। আবার প্রয়োজন হলে খোলাও যায়। এমনকী, গোটা মাঠও মাটির নীচে অদৃশ্য হয়ে যেতে পারে। এছাড়া নয়া স্যান্টিয়াগো বার্নাব্যুতে একসঙ্গে ৮৫ হাজার দর্শক একসঙ্গে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, রিয়াল মাদ্রিদ ইতিমধ্যে ৩৫টি লা লিগা এবং ১৪টি চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয় করেছে। ১২১ বছরের এই ক্লাবে ইতিপূর্বে খেলে গিয়েছেন ক্রিস্তিয়ানো রোনাল্ডোর মতো তারকা ফুটবলারও। ইউরোপীয় ফুটবলের সবচেয়ে সফল ক্লাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের আগমন যে একটা নয়া মাত্রা যোগ করবে, তা নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না।
2023-09-16T12:59:40Z dg43tfdfdgfd