SURYAKUMAR YADAV : ফর্ম একেবারে পড়ন্ত গোধূলি, তাও কেন ভারতের বিশ্বকাপ স্কোয়াডে সূর্য?

২০২৩ ওডিআই বিশ্বকাপের জন্য মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হল টিম ইন্ডিয়ার স্কোয়াড। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা এবং মুখ্য নির্বাচক অজিত আগরকর টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। শ্রীলঙ্কার ক্যান্ডিতে একটি সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করা হয়েছে।

চলতি এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াডে প্রসিদ্ধ কৃষ্ণা এবং তিলক বর্মার পাশাপাশি সঞ্জু স্যামসনকে রাখা হলেও, বিশ্বকাপ স্কোয়াড থেকে তাঁদের বাদ দেওয়া হয়েছে। বাকি ১৫ জনের উপর বিশ্বজয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। ২০১১ সালের পর আবারও ভারতের মাটিতেই বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টিম ইন্ডিয়া বিশ্বকাপ জিততে পেরেছিল। এবার কি রোহিত শর্মা সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি করতে পারবেন? সেটা অবশ্য সময়ই বলবে।

এই দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। পাশাপাশি সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ঈশান কিষানও এই স্কোয়াডে উইকেটকিপার তথা মিডল অর্ডার ব্যাটার হিসেবে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। এছাড়া এই দলে সুযোগ পেয়েছেন শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার এবং সূর্যকুমার যাদব। মোটামুটি এই ক্রিকেটারদের উপরেই টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ দাঁড়িয়ে রয়েছে।

এছাড়াও দলে থাকছেন হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং শার্দূল ঠাকুর। এই বৈঠকে রোহিত শর্মা এবং অজিত আগরকর দুজনেই ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং গভীরতার উপরে আলাদা করে জোর দিয়েছেন। দলের পেস অ্যাটাক সামলাবেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি এবং মহম্মদ সিরাজ। স্পেশালিস্ট স্পিনার হিসেবে থাকছেন কুলদীপ যাদব। অক্ষর প্যাটেল এবং শার্দূল ঠাকুর দলের বোলিং অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন।

সূর্যকুমার যাদবের নির্বাচন

ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব টি-২০ ফরম্যাটে যে পারফরম্যান্স করেছেন, একদিনের ক্রিকেটে সেই পুনরাবৃত্তি করতে পারেননি। তিনি নিজেও একথা স্বীকার করে নিয়েছেন যে একদিনের ক্রিকেটে এখনও পর্যন্ত তাঁর পারফরম্যান্স একেবারে ভালো হয়নি। কিন্তু, তা সত্ত্বেও সূর্যের মধ্যে যে ব্যাটিং দক্ষতা রয়েছে, সেটা মাথায় রেখেই তাঁকে ভারতীয় ক্রিকেট দলে নেওয়া হয়েছে।

২০২১ সালের ১৮ জুলাই একদিনের ক্রিকেটে অভিষেক হয় সূর্যকুমার যাদবের। অভিষেক ম্যাচটা তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিলেন। তিন দিন পরই ওডিআই ক্রিকেটে দুর্দান্ত একটি হাফসেঞ্চুরি করে সবাইকে চমকে দিয়েছিলেন। কিন্তু, শুরুটা বেশ ভালো হলেও ৫০ ওভারের ফরম্যাটে সূর্য তেমন কিছু করে দেখাতে পারেননি। এখনও পর্যন্ত তিনি ২৬টি একদিনের ম্যাচ খেলেছেন। কিন্তু, মাত্র ৫১১ রানই করতে পেরেছেন।

যদি সূর্যের সাম্প্রতিক ওডিআই পারফরম্যান্স নিয়ে আলোচনা করা যায়, তাহলে সেটা ভালো-মন্দয় মিশিয়ে হয়েছে বলা যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে তিনি যথাক্রমে ১৯, ২৪ এবং ৩৫ রান করেছেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতাশই করেছিলেন তিনি। একটাও রান তাঁর ব্যাট থেকে বেরিয়ে আসেনি। ভারতীয় ক্রিকেট দল তাঁকে একদিনের ক্রিকেটে ফিনিশার হিসেবে দেখতে চায়। বিশেষ করে ৬ নম্বর জায়গায়। বিশ্বকাপের মতো এত বড় একটা টুর্নামেন্টে তিনি সেই প্রত্যাশা পূরণ করতে পারেন কি না, এখন সেটাই দেখার।

2023-09-05T13:12:26Z dg43tfdfdgfd