শেষ হল চার দশকের আনন্দ অধ্যায়, ভারতের নতুন ১ নম্বর দাবাড়ু ডি গুকেশ

শুভব্রত মুখার্জি: প্রায় ৪ দশক অর্থাৎ ৪০ বছরের কাছাকাছি সময় ধরে ভারতীয় দাবার মুখ ছিলেন কিংবদন্তি বিশ্বনাথান আনন্দ। ভারতকে একাধিক সাফল্য এনে দিয়েছেন তিনি। নবীন তারকাদের অনুপ্রেরণা জুগিয়েছেন দাবাড়ু হয়ে ওঠার। বর্তমান সময়ে রমেশবাবু প্রজ্ঞানন্দ থেকে শুরু করে কোনেরু হাম্পিরা প্রায় সকলেই দাবার প্রতি আকৃষ্ট হয়েছেন বিশ্বনাথান আনন্দকে দেখে। সেই বিশ্বনাথান আনন্দ জমানার দীর্ঘ ৩৭ বছর বাদে অবসান ঘটল। ভারতের এক নম্বর দাবাড়ু হিসেবে দীর্ঘ সময় থাকার পরে এবার আনন্দকে সরিয়ে সেই জায়গা দখল করলেন ১৭ বছর বয়সি গ্রান্ডমাস্টার ডি গুকেশ।

শুক্রবারেই সরকারিভাবে আনন্দকে টপকে ভারতের এক নম্বর দাবাড়ু হয়ে গেলেন গুকেশ। আর মাত্র ১৭ বছর বয়সেই এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। বর্তমান সময়ে কম বয়সি ভারতীয় দাবাড়ুরা বেশ ভালোভাবেই উঠে আসছেন। কয়েকদিন আগেই বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও অল্পের জন্য শিরোপা জয় সম্ভব হয়নি রমেশবাবু প্রজ্ঞানন্দর। ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে ভারতীয় নবীন তারকা পরপর দুটি গেম ড্র করেন। তবে টাইব্রেকারে হারতে হয় তাঁকে। ভারতীয় নবীন দাবাড়ুদের এই উত্থান নিঃসন্দেহে ভারতীয় দাবার জন্য সুখবর তো বটেই।

সেই ধারা যেন বজায় রেখেই গুকেশ ডি এবার ভারতীয়দের এক নম্বর দাবাড়ু হওয়ার কৃতিত্ব অর্জন করলেন। এই মুহূর্তে গুকেশ ডি'র ঝুলিতে রয়েছে ২৭৫৮ পয়েন্ট। বিশ্ব ক্রমতালিকায় তিনি রয়েছেন অষ্টম স্থানে। আর অন্যদিকে বিশ্বনাথান আনন্দ রয়েছেন নবম স্থানে। তাঁর পয়েন্ট ২৭৫৪। প্রসঙ্গত, দাবা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আজারবাইজানের মিসরাতদিন ইসকান্দারভকে হারানোর পরেই গুকেশের প্রথম দশে আসা নিশ্চিত হয়ে গিয়েছিল। ফিডে জানিয়েছিল, আনন্দকে টপকানোর সম্ভাবনা প্রবল গুকেশের। আর বাস্তবে ঘটল ও তাই।

১৯৮৬'র জুলাই থেকে ভারতের এক নম্বর দাবাড়ু ছিলেন আনন্দ। সদ্য প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তাঁকে টপকে গিয়েছেন গুকেশ। সম্প্রতি দাবা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে যান গুকেশ। তখনই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল যে আনন্দকে টপকে তিনি এক নম্বর হয়ে যাবেন। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে তিন ধাপ এগিয়ে গুকেশ বিশ্বের আট নম্বরে উঠে এসেছেন। প্রথমবার ফিডে র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে এলেন তিনি। প্রজ্ঞানন্দেরও র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। ২৭২৭ র‌্যাঙ্কিং পয়েন্ট নিয়ে তিনি বিশ্বের ১৯ নম্বরে উঠে এসেছেন। ভারতীয়দের মধ্যে তিনি তৃতীয়। এই মুহূর্তে প্রথম ৩০-এর মধ্যে পাঁচ জন ভারতীয় দাবাড়ু রয়েছেন। গুকেশ, আনন্দ, প্রজ্ঞানন্দের ছাড়া ও রয়েছেন ভিদিট গুজরাটি (২৭ নম্বর) এবং অর্জুন এরিগেসি (২৯ নম্বর)। পি হরিকৃষ্ণ রয়েছেন ৩১ নম্বরে।

2023-09-01T15:54:34Z dg43tfdfdgfd