CRICKETER ARRASTED FOR AGE FUDDING: আসলে ১৯৯৯-তে জন্ম, নথিতে দেখিয়েছিল ২০০৭ সাল, বয়স ভাঁড়িয়ে গ্রেফতার ক্রিকেটার

ফের বয়স ভাঁড়িয়ে টুর্নামেন্ট খেলার অভিযোগ। এবার মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার অধীনে একটি ম্যাচে বয়স কমিয়ে খেলার অভিযোগে গ্রেফতার করা হল এক ক্রিকেটারকে। ঘটনার খবর বাইরে আসতেই চাপানউতর শুরু হয়েছে। গ্রেফতার হওয়া ক্রিকেটারের নাম অমল কোলপে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার অনূর্ধ্ব-১৯ দলের ট্রায়ালের সঙ্গে সম্পর্কিত একটি ম্যাচে তিনি তাঁর বয়স কমিয়ে খেলেছেন। প্রথমে বয়সের প্রমাণ হিসাবে দেখান তাঁর জন্ম ২৮ সেপ্টেম্বর ২০০৭ সালে।

পরে পুরনো নথি ঘেটে দেখা যায় তাঁর জন্ম সময় দেওয়া রয়েছে ১৯৯৯ সালের ১৫ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই এই ক্রিকেটারকে স্থানীয় আদালতে তোলা হলে বিচারক তিন দিনের পুলিশের হেফাজত দেন। এরপর জিজ্ঞাসাবাদ শেষ হলে ১৪ দিনের জেল হেফাজতের আদেশ দিয়েছে স্থানীয় আদালত। মালেগাঁওর ক্রিকেটার অমল কোলপেকে গত শনিবার বারামতি সিটি পুলিশ নিজের বয়স বিকৃতি করে দেখানোর জন্য একটি মামলায় গ্রেফতার করে।

কারবারি ক্লাবের একজন প্রতিনিধি নানা সাতভেরের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কোলপেকে গ্রেফতার করে। এর সঙ্গে অন্য তিনজনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। এফআইআরে নাম থাকা অন্য তিনজন আগাম জামিনের জন্য বারামতি দায়রা আদালতে আবেদন করেছেন। বৃহস্পতিবার তাদের এবং অভিযুক্ত ক্রিকেটারদের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

বারামতি সিটি পুলিশের এক কর্তা সুনীল মহাদিক টাইমস অফ ইন্ডিয়াকে জানান, 'আমরা অভিযোগকারীর জমা দেওয়া নথিগুলি যাচাই করেছি। যাচাই-বাছাইয়ের পরে, আমরা নাসিক জেলার মালেগাঁওর ছেলেটিকে তারঁ আসল বয়স গোপন করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছি। কিছু অসঙ্গতি থাকায় পরে তাকে গ্রেফতার করেছি। আদালত তাঁকে তিন দিনের হেফাজতের আদেশ দেয় যা মঙ্গলবার শেষ হয়েছে। আমরা কোলপের প্রকৃত জন্ম তারিখ এবং এই বছরের শুরুর দিকে অভিযুক্ত বারামতিতে যে টুর্নামেন্ট খেলেছিল তার জন্য কী জমা দিয়েছে সে সম্পর্কিত সব নথি সংগ্রহ করব। আমরা মামলায় অন্যান্য ব্যক্তির ভূমিকাও খতিয়ে দেখছি।'

অমলের বড় ভাই কিরণ টাইমস অফ ইন্ডিয়াকে একটি সাক্ষাৎকারে বলেন, 'যখন এই বছরের শুরুতে একটি ক্রিকেট টুর্নামেন্টে খেলার জন্য অমল বারামাতির উদ্দেশ্যে রওনা হয়, তখন সে এই ম্যাচ খেলবে বা সে যে ছোট বয়সের গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবে সে সম্পর্কে আমরা অবগত ছিলাম না৷ এই বিষয়ে আমার কোনও ধারণা নেই।'

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

2023-06-08T06:48:55Z dg43tfdfdgfd