EUROPA CONFERENCE LEAGUE FINAL: সমর্থকদের ছোড়া বিয়ারের ক্যানে মাথা ফাটল ফিওরেন্টিনার অধিনায়ক বিরাঘির

ইউরোপা কনফারেন্স লিগ ফাইনালের মুখোমুখি হয় এসিএফ ফিওরেন্টিনা ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেড এফসি। আর এই ফাইনাল ম্যাচেই ঘটে দুর্ঘটনা। যা নিয়ে রীতিমতো উত্তপ্ত ফুটবল বিশ্ব। ইডেন এরিনা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের প্রথমার্ধে ওয়েস্ট হ্যাম সমর্থকদের স্ট্যান্ড থেকে ছোড়া বস্তুর আঘাতে আহত হন ফিওরেন্টিনা অধিনায়ক ক্রিশ্চিয়ানো বিরাঘি। মাথায় আঘাত পাওয়ার পর তাঁর মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়। কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়।

প্রথমার্ধের সময় একটি কর্নার কিক মারতে যাওয়ার সময় ওয়েস্ট হ্যাম সমর্থকরা বিপক্ষ দলের অধিনায়কের দিকে খালি বিয়ারের ক্যান ও অন্যান্য জিনিস ছুড়তে থাকেন। সেই বস্তুগুলো এসে মাথায় লাগে বিরাঘির। সঙ্গে সঙ্গে তাঁর মাথার পিছন দিকে ফেটে রক্তপাত হতে থাকে। ঘটনার আকস্মিকতায় চমকে যায় সকলে। ছুটে আসেন দুই দলের ফুলবলাররা। রেফারিরাও মাঠের নেমে পড়েন। এই ঘটনার যেরে কিছুক্ষণ বন্ধ রাখতে হয় খেলা।

ক্রিশ্চিয়ানো বিরাঘির রক্তপাত বন্ধ করার জন্য মাথায় ব্যান্ডেজ করতে হয়। স্টেডিয়ামের সমর্থকদের উদ্দেশ্যে বারবার অবাঞ্ছিত বস্তু ফুটবলার এবং মাঠের দিকে ছুড়তে বারণ করতে থাকেন। এই ঘটনার পরে সমর্থকদের আচরণ নিয়ে সমালোচনা করা হচ্ছে সর্বস্তরে। খেলা পুনরায় শুরু হওয়ার আগে ওয়েস্টহ্যাম ফুটবলাররাও তাদের ভক্তদের থামতে অনুরোধ করেন।

এই ম্যাচে এসিএফ ফিওরেন্টিনাকে হারায় ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ২-১ এ ম্যাচ জিতে কাপ নিয়ে যায় ওয়েস্ট হ্যাম। খেলার প্রথমার্ধ গোল শূন্য থাকার পর পেনাল্টি থেকে ওয়েস্ট হ্যামের হয়ে ৬২মিনিটে প্রথম গোল করেন মহম্মদ সইদ বেনরাহমা। এর কিছুক্ষণ পরেই ৬৭মিনিটে এসিএফ ফিওরেন্টিনার হয়ে সমতা ফেরান গিয়াকোমো বোনাভেন্টুরা। এরপরে দুই দলই দ্বিতীয় গোল খোঁজার লক্ষ্যে আক্রমণ শানাতে থাকে। তবে গোল হয়নি। শেষ মুহূর্তে ৯০ মিনিটের মাথায় ওয়েস্ট হ্যামের হয়ে জয়সূচক গোল করেন জাররোদ বোয়েন।

শুধু মাঠের মধ্যেই নয়, ঝামেলার আঁচ গড়ায় মাঠের বাইরেও। একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রয়েছে। সেখানে দেখা যাচ্ছে স্টেডিয়ামের বাইরে থাকা একাধিক গাড়ি ভাঙচুর করছেন সমর্থকরা। আর এই ঘটনাই বেজায় বিরক্ত সেদেশের ফুটবল সংস্থা। তবে ফুটবল মাঠের এমন ঘটনা এই প্রথম নয়। এমন ঘটনার সাক্ষী থেকেছে গোটা ফুটবল বিশ্ব। ফের একবার এমন ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই কলঙ্কিত হল ফুটবল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

2023-06-08T11:19:00Z dg43tfdfdgfd