ICE HOCKEY PLAYER DIES: খেলতে খেলতেই ঘাড় কেটে মর্মান্তিক মৃত্যু আইস হকি খেলোয়াড়ের-ভিডিয়ো

বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, 'জন্ম, মৃত্যু ও বিয়ে, তিন বিধাতা নিয়ে!' এই কথাটি চিরন্তন সত্য। মানুষ আজ আছে, কাল নেই। জীবন নিয়ে গ্যারান্টি কেউ দিতে পারেনা। অঘটন যেকোনও মুহূর্তেই ঘটতে পারে। বিশেষ করে খেলার মাঠে তো এটা হতেই থাকে। বহুবার এই রকম দৃশ্য উঠে এসেছে ক্রিকেট ও ফুটবল ময়দান থেকে। আঘাত পেয়ে খেলোয়াড়দের হঠাৎ মৃত্যু একেবারে নাড়িয়ে দেয় ক্রীড়াক্ষেত্রকে। এবার এমনই একটি অঘটন ঘটলো 'আইস হকি' খেলায়। খেলার মাঝে হঠাৎ মৃত্যু হল এক যুব খেলোয়াড়ের। যার ফলে বাতিল করে দেওয়া হয় সেদিনের জন্য খেলাটি। স্তব্ধ হয়ে যায় উপস্থিত দর্শকরা। যে ঘটনা একেবারেই কাম্য নয় সেই ঘটনারই সাক্ষী হল সকলে। পাশাপাশি রবিবার বেলফাস্ট, ফাইফ ও গিল্ডফোর্ডে তিনটি এলিট লিগ গেমও বাতিল করে দেওয়া হয়।

সেই মৃত যুব খেলোয়াড়ের নাম অ্যাডাম জনসন। বয়স ২৯ বছর। শেফিল্ড স্টিলার্স ইউটিলিটা এরিনাতে দ্বিতীয় পিরিয়ডের চ্যালেঞ্জ কাপ গেম চলাকালীন তাঁর ঘাড় কেটে যায়। তাঁর ক্লাবের তরফ থেকে জানানো হয়, 'আমরা নটিংহ্যাম প্যান্থাররা খুবই মর্মাহত হয়েছি শেফিল্ডে খেলা চলাকালীন অ্যাডামের হটাৎ মৃত্যুতে। আমরা সব খেলোয়াড়, স্টাফ, ম্যানেজমেন্ট এবং কর্তৃপক্ষ এই ঘটনায় দুঃখ পেয়েছি। এছাড়াও আমরা ম্যাচ দেখতে আসা উপস্থিত সমস্ত দর্শকদের কাছে ক্ষমা চাইছি। আমরা বুঝতে পারছি ভালো করেই যে তাদের কতটা ক্ষতি হয়েছে এটার জন্য।'

এছাড়াও ক্লাবের তরফ থেকে অ্যাডামের প্রশংসা করা হয়। তাঁদের বক্তব্য, 'অ্যাডাম শুধুমাত্র একজন ভালো খেলোয়াড় নন, একজন ভালো সতীর্থও। খুব ভালো মনের একজন মানুষ ছিল ও। ওর মৃত্যু আমাদের খুব ব্যথা দিয়েছে। আমাদের ক্লাব ওকে খুব মিস করবে। আমরা কোনদিনও ওকে ভুলতে পারব না।'

উল্লেখ্য, মৃত অ্যাডাম জনসনের জন্ম মিনেসোটাতে। তিনি প্রথমে 'পিটসবার্গ পেঙ্গুইন্স'এর হয়ে ন্যাশনাল হকি লীগ খেলেছিলেন। এরপর ২০২০-২১ সালে তিনি সুইডেনের মাল্ম রেডহক্সের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও ২০২৩-২৪-য়ে নটিংহ্যাম প্যান্থারদের সঙ্গে যুক্ত হওয়ার আগে, তিমি কানাডার ওনটারিও রেন ও জার্মানির অক্সবার্গ প্যান্থারদের হয়ে খেলতেন। তাঁর মৃত্যুতে এদিন শোক প্রকাশ করেছেন দলের সমস্ত সদস্য সহ উপস্থিত দর্শকরাও। যেকোনো হটাৎ মৃত্যুই খেলার ময়দানে থমকে দেয় সেই উত্তেজনা ভরা পরিস্থিতি। সেটাই হলো শেফিল্ডে।

2023-10-30T05:43:48Z dg43tfdfdgfd