IPL-এ অভিষেকের পরই বড় খবর পেলেন অর্জুন, সচিন-পুত্র ডাক পেলেন বিশেষ শিবিরে

সদ্য শেষ হওয়া আইপিএলে অভিষেক হয় তরুণ ক্রিকেটার অর্জুন তেন্ডুলকরের। বেশ কয়েকটি ম্যাচও খেলেন সচিন পুত্র। উইকেটও পেয়েছেন তিনি। এবার এই তরুণ বোলারকে জাতীয় নির্বাচকরা শিবিরের জন্য বেছে নিলেন। আগামী ১৭ আগস্ট থেকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে উদীয়মান ক্রিকেটারদের একটি শিবির আয়োজিত হচ্ছে। আর সেখানে দেখা যাবে সচিন পুত্রকে। এই শিবিরটি চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

২৩ বছর বয়সী এই বাঁ-হাতি পেসার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪ টি ম্যাচ খেলে ৩ উইকেট নিয়েছেন। গোয়ার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন তিনি। সেখানে ৭টি ম্যাচে ১২ টি উইকেট নেন। ৮১ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলিং করেন। গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ফেসবুকে একটি পোস্ট করে লিখেছে, 'আমাদের দুই ক্রিকেটার, মোহিত রেডকার এবং অর্জুন তেন্ডুলকর বিসিসিআই আয়োজিত বিশেষ শিবিরে সুযোগ পেয়েছে। যা অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। আমরা খুবই গর্বিত। এই দুই ক্রিকেটারকে শুভেচ্ছা জানাই। যাতে তারা তাদের ভবিষ্যতে আরও বড় ক্রিকেটার হয়ে ওঠার ক্ষেত্রে কাজে লাগাতে পারে।'

সচিন পুত্র অর্জুন যে আগামীতে অসাধারন বোলার হয়ে উঠতে পারেন সেই বিষয়ে মতামত প্রকাশ করেছেন অনেক প্রাক্তন ক্রিকেটাররা। দীর্ঘদিন ধরে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের সঙ্গে যুক্ত থাকলেও সুযোগ পাননি তিনি। অবশেষে এই বছরে মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামেন। প্রথম ম্যাচে উইকেট না পেলেও তাঁর বোলিং প্রশংসিত হয়।

এরপর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম উইকেট পান তিনি। ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে তিনি প্রশংসিত হন। তবে প্রাক্তন ক্রিকেটাররা জানান, অর্জুনকে পরিণত ক্রিকেটার হয়ে উঠতে আরও অনেক অনুশীলন করতে হবে। সেই বিষয়টি মাথায় রেখে ভারতীয় বোর্ড তৈরি করতে চাইছে অর্জুন তেন্ডুলকরকে। প্রশিক্ষণ শিবিরে যোগ দিয়ে ফিরে আসার পর তাঁর আরও উন্নতি হবে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা।

বাবা ডান হাতি তারকা ব্যাটার হলেও অর্জুনের ঝোক শুরু থেকেই বোলিংয়ের দিকে। সেই বিষয়ে সচিনও তাঁকে সম্পূর্ণ সহযোগিতা করেন। আইপিএলের অভিষেক হওয়ার পর বাবা হিসাবে দীর্ঘ আবেগঘন পোস্ট করেন। পুত্রকে কঠিন পরিস্থিতি পার করে এগিয়ে যাওয়ার বার্তা দেন মাস্টার ব্লাস্টার।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

2023-06-07T12:18:40Z dg43tfdfdgfd