MS DHONI ANCESTRAL VILLAGE: ২০ বছর পর বাপ-ঠাকুরদার ভিটেয় ধোনি, বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন, নিলেন আশীর্বাদ

২০ বছর পর নিজের গ্রামে হাজির হলেন মহেন্দ্র সিং ধোনি। ভারত যখন মুম্বইয়ে বিশ্বকাপের সেমিফাইনাল খেলছে, তখন সেখান থেকে প্রায় ১,৮০০ কিলোমিটার দূরে উত্তরাখণ্ডের আলমোড়ায় নিজের পৈতৃক গ্রাম লাওলিতে আসেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং ক্যাপ্টেন কুল। স্ত্রী সাক্ষীকে নিয়ে আচমকা সেই গ্রামে হাজির হন তিনি।

ধোনির জন্মের আগেই অবশ্য সেই গ্রাম থেকে চলে এসেছিলেন তাঁর বাবা-মা। আন্তর্জাতিক ক্রিকেট দুনিয়ার পা রাখার পর প্রথমবার নিজের পৈতৃক গ্রামে এলেন। গ্রামের লোকের সঙ্গে দেখা করার পর গ্রামে প্রধান দেবতার মন্দিরে পুজো দেন ধোনি। সেখানে গিয়ে সম্পর্কে প্রবীণ দুই মহিলার সঙ্গে দেখা হয় তাঁর। তার পরেই দেখা যায় ওই দুই মহিলার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন ধোনি ও সাক্ষী। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। আরও পড়ুন: অ্যান্টিলিয়াতে আমন্ত্রিত বেকহ্যাম, MI-এর জার্সি উপহার দিল আম্বানি পরিবার

ধোনি ও সাক্ষীর আচরণে মুগ্ধ নেটিজেনরা। গ্রামের বাড়িতে বসে সাক্ষী এবং অন্যান্যদের সঙ্গে ছবিও তুলেছেন তারকা ক্রিকেটার। গ্রামের বাড়িতে গিয়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে বেড়িয়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সময় ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন ধোনি। গ্রামের বাড়িতে গিয়ে স্ত্রীকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন তারকা ক্রিকেটার। সেই খবর চাউর হতেই প্রচুর মানুষের ভিড় জমে যায় তাঁকে দেখার জন্য। চোখের সামনে একবার ধোনিকে দেখার জন্য় ছুটে এসেছেন অনেকেই। ২০০৩ সালে শেষবার লাওলি গ্রামে এসেছিলেন, ২০ বছর পর নিজের পৈতৃক গ্রামে এলেন তিনি।

2023-11-17T09:28:48Z dg43tfdfdgfd