NATIONAL GAMES 2023: প্রথম দশে জায়গাই হল না বাংলার! জাতীয় গেমসে সবচেয়ে বেশি পদক মহারাষ্ট্রের ঝুলিতে

এবারের এশিয়ান গেমসে রেকর্ড পদক জিতেছে ভারত। মোট ১০৭টি পদক জেতেন ভারতীয় অ্যাথলিটরা। পদক তালিকায় তৃতীয় চতুর্থ স্থানে শেষ ভারত। এশিয়ান গেমসে ভারতের সাফল্য এসেছে অ্যাথলেটিক্স, শুটিং থেকে। এছাড়াও ক্রিকেটে মহিলা এবং পুরুষ উভয় দলই সোনা পায়। যদিও এটা একেবারেই দলগত ইভেন্ট। তবে ব্যাক্তিগত ইভেন্ট থেকে একাধিক পদক এসেছে। ভারতীয় অ্যাথলিটদের এই পারফরম্যান্সে খুশি গোটা দেশ।

দেশের বিভিন্ন রাজ্য় থেকে অংশ নেন প্রতিযোগীরা। তবে সবচেয়ে বেশি অ্যাথলিট এশিয়ান গেমসে অংশ নেয় হরিয়ানা থেকে। শুধু এশিয়ান গেমসেই নয়, জাতীয় গেমসেও এগিয়ে সেই নীরজের রাজ্য। গোয়ায় সদ্য শেষ হয়েছে জাতীয় গেমস। সেখানে পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নীরজের হরিয়ানা। যারা সব মিলিয়ে ১৯২টি পদক জিতেছে। প্রথমে থাকা মহারাষ্ট্রের দখলে ২২৮টি পদক। তৃতীয় স্থানে রয়েছে সার্ভিসেস। যাদের দখলে রয়েছে ১২২টি পদক। পাশাপাশি রাজধানী দিল্লি রয়েছে চতুর্থ স্থানে। তাদের সংগ্রহ ১২২টি পদক। পঞ্চম স্থানে মধ্যপ্রদেশ। তাদের সংগ্রহ ১১২টি।

প্রথম পাঁচে জায়গা পায়নি বাংলা। এমনকী প্রথম ১০-য়েও নেই তারা। পশ্চিমবঙ্গ রয়েছে পদক তালিকায় ১৫ নম্বর স্থানে। বাংলার ঝুলিতে এসেছে মাত্র ৫৬টি পদক। এশিয়ান গেমসেও বাংলা অনেকটাই পিছনে ছিল। জাতীয় গেমসেও পাল্লা দিতে পারল না হরিয়ানা, মহারাষ্ট্রকে। কেন এমন পারফরম্যান্স বাংলার অ্যাথলিটদের? প্রশ্ন উঠতে শুরু করছে। বাংলার আগে রয়েছে ওড়িশা, উত্তরপ্রদেশ, কেরল মনিপুরের মতো রাজ্য। ফলে বাংলার অ্যাথলিটদের এমন পারফরম্যান্স চিন্তায় রাখছে।

এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন রাজ্য কতগুলি পদক পেয়েছে:-

১. মহারাষ্ট্র- ২২৮টি পদক

২. হরিয়ানা- ১৯২টি পদক

৩. সার্ভিসেস- ১২৬টি পদক

৪. দিল্লি- ১২২টি পদক

৫. মধ্যপ্রদেশ- ১১২টি পদক

৬. কর্ণাটক- ১০১টি পদক

৭. গোয়া- ৯২টি পদক

৮. কেরল- ৮৭টি পদক

৯. মণিপুর- ৮২টি পদক

১০. তামিলনাড়ু- ৭৭টি পদক

১১. পঞ্জাব- ৭৫টি পদক

১২. উত্তরপ্রদেশ- ৭১টি পদক

১৩. রাজস্থান- ৬৬টি পদক

১৪. ওড়িশা- ৫৮টি পদক

১৫. পশ্চিমবঙ্গ- ৫৬টি পদক

১৬. গুজরাট- ২৯টি পদক

১৭. অন্ধ্রপ্রদেশ- ২৭টি পদক

১৮. ঝাড়খণ্ড- ২৫টি পদক

১৯. তেলেঙ্গানা- ২৫টি পদক

২০. ছত্তিশগড়- ২০টি পদক

২১. চণ্ডীগড়- ১৫টি পদক

২২. অরুণাচল প্রদেশ - ১৩টি পদক

২৩. হিমাচল প্রদেশ- ১১টি পদক

২৪. উত্তরাখণ্ড- ৮টি পদক

২৫. আন্দামান দ্বীপপুঞ্জ- ৮টি পদক

২৬. নাগাল্যান্ড- ৮টি পদক

২৭. বিহার- ৮টি পদক

২৮. পুদুচেরি- ৭টি পদক

২৯. মিজোরাম- ৫টি পদক

৩০. দাদরা ও নগর - ২টি পদক

৩১. সিকিম- ১টি পদক

৩২. ত্রিপুরা - ১টি পদক

৩৩. লাক্ষাদ্বীপ- ১টি পদক

2023-11-10T07:01:33Z dg43tfdfdgfd